Header Ads

হযরত কায়েদ ছাহেব হুজুরের (রহ.) এর ১১ তম ইন্তেকাল বার্ষিকী পালিত

হাদীয়ে জামান, মুজাদ্দিদে ‍মিল্লাত, বিশিষ্ট দার্শনিক ও সমাজ সংস্কার , মানবতার বন্ধু , সাম্প্রদায়িক সম্প্রীতির মূর্ত প্রতীক হযরত মাওলানা মুহম্মদ আযীযুর রহমান নেছারাবাদী হুজুর (রহ.) এর ১১ তম ন্তেকাল বার্ষিকী উপলক্ষে গতকাল ঝালকাঠির এনসিসি ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা আলহাজ্ব আমির
হোসেন আমু এমপি। বিশেষ আলোচনা পেশ করে হযরত কায়েদ ছাহেব হুজুরের (রহ.) মানসপুত্র , দৈনিক নকিলাবের নির্বাহী সম্পাদক আলহাজ্ব হযরত মাওলানা কবি রুহুল আমিন খান। তিনি হযরত কায়েদ ছাহেব হুজুরের (রহ.) যুগান্তকারী দর্শন ‘ত্তেহাদ মায়াল খতেলাফ’ তথা মতানৈক্যসহ ঐক্য নীতির আলোকে সবাকে ঐক্যবদ্ধভাবে জীবন-যাপনের গুরুত্ব-তাৎপর্য তুলে ধরেন। সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ছাহেব হুজুরের (রহ.) বলিষ্ঠ ভূমিকাও তিনি তুলে ধরেন।
মঞ্চে ঝালকাঠি সদর, নলছিটি , কাঠালিয়া, রজাপুর উপজেলার চেয়ারম্যান, ঝালকাঠি পৌরসভার মেয়র, বরিশালের বানারীপাড়ার পৌর মেয়র, সরকারি কর্মকর্তাবৃন্দ, ও সমাজের বিভিন্ন পেশার বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেন।


সভার সভাপতি হযরত কায়েদ ছাহেব হুজুরের (রহ.) এর একমাত্র ছাহেবজাদা আমীরুল মুছলিহীন হযরত নেছারাবাদী হুজুরের আলোচনা   ও দোয়া-মোনাজতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। আগত মেহমানদের জন্য আপ্যায়নের সুব্যবস্থাও করা হয়।

কোন মন্তব্য নেই

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.