Header Ads

‘মাসিক কায়েদ’ এপ্রিল সংখ্যা অবশ্যই পড়ুন:


‘মাসিক কায়েদ’ এপ্রিল সংখ্যা অবশ্যই পড়ুন:

মাসিক কায়েদের বর্তমান সংখ্যা হযরত কায়েদ ছাহেব হুজুরের (রহ) ইন্তেকাল বার্ষিকী সংখ্যা। বর্তমান সংখ্যায় হুজুরকে নিয়ে অনেক মূল্যবান প্রবন্ধ ছাপা হয়েছে। 

সম্পাদকীয় কলাম থেকে শুরু হয়ে বেশ-কয়েকটি কলাম রয়েছে। হুজুরকে (রহ) নিয়ে লিখেছেন মাওলানা আব্দুল্লাহ বিন সাঈদ জালালাবাদী, প্রফেসর ড. আহমদ আবুল কালাম, মাওলানা রুহুল আমীন খান উজানী, ড. আবদুল লতিফ মাসুম , জাভিদ আমান ও হাফেজ মুহাম্মদ মুহউদ্দীন।
আল্লামা শাহ নেছারুদ্দীন আহমাদ রহ. কে নিয়েও একটি মূল্যবান প্রবন্ধ রয়েছে। হযরত নেছারাবাদী হুজুরের একটি মূল্যবান ভাষণ ও রয়েছে এ সংখ্যায়। ড. মুহাম্মদ কাফীলুদ্দীন সরকার সালেহীর শবে-বরাত নিয়ে প্রামান্য লেখাও রয়েছে।

এছাড়া ও হুজুরের চিন্তা-দর্শণ নিয়েও আলোচনাও রয়েছে এপ্রিল সংখ্যায়। সুতরাং এ সংখ্যাটি সকলে অবশ্যই সংগ্রহ করুন। সার্কুলেশন: ০১৭৩১-৮৭৮০৯০, ০১৭৭১-৪০১৮২০।

কোন মন্তব্য নেই

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.