Header Ads

হযরত কায়েদ ছাহেব হুজুরের রহ. ১১তম ইন্তেকাল বার্ষিকী পালিত:

হযরত কায়েদ ছাহেব হুজুরের (রহ) ইন্তেকাল বার্ষিকী পালিত:
আজ যথাযোগ্য মর্যাদায় হযরত কায়েদ ছাহেব হুজুরের (রহ) ১১ তম ইন্তেকাল বার্ষিকী পালিত হয়েছে। বাদ ফজর অযিফা আদায়  ও মাছনুন আমলের মাধ্যমে ইন্তেকাল বার্ষিকীর কার্যক্রম শুরু হয়। অত:পর দরসে হাদিস ভিত্তিক বিশেষ আলোচনা পেশ করা হয়। ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে মিলাদ শরীফ পাঠ করা হয় এবং সম্মিলিতভাবে হুজুরের (রহ) মাযার শলীফ জিয়ারত করা হয়। সকাল ৮:০০ থেকে দপুর ১২:০০ টা পর্যন্ত কোরাআন তেলাওয়াত/খতম করা হয়।

বাদ জোহর এ উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। বাদ আছর হযরত কায়েদ ছাহেব হুজুরের (রহ) জীবন ভিত্তিক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন ঝালকাঠি এন এস কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা আবু জাফর মুহাম্মদ ছালেহ (চাঁদপুরী হুজুর), নায়েবে আমীর: বাংলাদেশ হিযবুল্লাহ জমিয়াতুল মুছলিহীন।
বাদ মাগরিব সভাপতির বয়ান পেশ করেন হযরত কায়েদ ছাহেব হুজরের (রহ) সুযোগ্য ছাহেবজাদা আমীরুল মুছলিহীন হযরত নেছারাবাদী হুজুর দা. বা. । তিনি উপস্থিত ছাত্র-শিক্ষক সহ সকলকে মাদারজাত ওলি হযরত কায়েদ ছাহেব হুজুরের (রহ) মত আল্লাহ কেন্দ্রিক জীবন গঠনের জন্য আহবান জানান। বাদ ঈশা হযরত নেছারাবাদী হুজুরের (দা. বা.) দোয়া-মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


কোন মন্তব্য নেই

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.