আজ সকাল ১১:০০ টায় মাহে রমযানের পবিত্রতা রক্ষার্থে বাংলাদেশ
আদর্শ সমাজ বাস্তবায়ন পরিষদ, ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত
হয়। প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন আদর্শ সমাজ বাস্তবায়ন পরিষদের মুহতারাম সভাপতি
আমীরুল মুছলিহীন হযরত নেছারাবাদী হুজুর দা. বা. ( আমীর: বাংলাদেশ হিযবুল্লাহ জমিয়াতুল
মুছলিহীন )। র্যালীতে ঝালকাঠির দল-মত নির্বশেষে
সহস্রাধিক জনগণ অংশগ্রহণ করে।
কোন মন্তব্য নেই