বেকার সমস্যার সমাধান- - -
বেকার সমস্যার সমাধান- - -
বাংলাদেশে বর্তমানের আলোচিত সমস্যাগুলোর মধ্যে অন্যতম একটি বড় সমস্যা হচ্ছে
বেকার সমস্যা। তরুন প্রজন্মের কাঙ্খিত কর্মসংস্থান হতে পারে আইটি সেক্টর, হতে পারে
বেকার সমস্যার সমাধানও । আমাদের সমাজে ‘কম্পিউটার প্রশিক্ষণের’ সনদধারী লাখো লোক থাকলেও
চাকরিদাতারা কম্পিউটার এক্সপার্ট লোক খুঁজে পান না। এমএস অফিস, গ্রাফিক ডিজাইন, ওয়েব
ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ফটোগ্রাফি, ভিডিও এডিটিং, সাউন্ড এডিটিং বা কম্পিউটার হার্ডওয়ারে
৬/১ বছর মেয়াদী হাতে-কলমে প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জণ করুন। বর্তমানে উল্লেখযোগ্য
সব অনুষ্ঠানই ভিডিও করা হয়, সুতরাং ক্যামেরাম্যানের কদরটাও বুঝে নিন। সংশ্লিষ্ট বিষয়গুলোতে
দক্ষ কোন লোককে আমি বেকার দেখিনি। আইটি বিষয় সম্পর্কিত পেশা সমূহে বেতন-ভাতাও একদম
খারাব নয়। আইটি পেশাজীবীরা দক্ষতা ভেদে আয় করেন, কেই কেই মোটা অঙ্কের রোজগার করেন।
ইংরেজিতে দক্ষতা থাকলে আইটি বিষয় সম্পর্কিত অনেক কাজ অনলাইন মার্কেটপ্লেস থেকে করে
বৈদেশিক মুদ্রাও অর্জণ করা যায়। এছাড়া আপনি একজন আইটি উদ্যোক্তাও হতে পারেন। নিজের
কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের কর্মসংস্থান করতে পারেন। লাখো উচ্চ শিক্ষিত লোক বেকার
থাকলেও আইটি এক্সপার্টরা সাধারণত বেকার থাকেন না। আইটি প্রশিক্ষণ নিয়ে যে কেউই ১ বছরের
মধ্যেই সরকারি-বেসরকারি ক্ষেত্রে নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন।
কোন মন্তব্য নেই