Header Ads

এরশাদুননবী স. ও আখলাকুননবী স.

এরশাদুননবী স. ও আখলাকুননবী স.
-হযরত কায়েদ ছাহেব হুজুর রহ.

 হযরত কায়েদ ছাহেব হুজুর রহ. রচিত একটি অমূল্য গ্রন্থ হল ‘এরশাদুননবী স. ও আখলাকুননবী স.’ । গ্রন্থটি ঝালকাঠির নেছারাবাদ হিযবুল্লাহ দারুত্তাছনীফ থেকে প্রকাশিত হয়েছে। ‘এরশাদুননবী স. ও আখলাকুননবী স.’  শীর্ষক গ্রন্থটির সূচীপত্র তুলে ধরছি , যাতে পাঠক কিতাবটির আলোচ্য বিষয় সম্পর্কে স্পষ্ট ধারনা অর্জন করতে পারেন। 

সূচীপত্র: (১ম অধ্যায়) নবী করীম স. এর কতিপয় আবশ্যকীয় ইরশাদ (পবিত্র বাণী)ঃ ক. ঈমান , ইসলাম ও ইহসান ... খ. ঈমান ... গ. ইহসান ... ঙ. হুসনে খুলক্-সচ্চরিত্র ... চ. হুকুকুল ইবাদ-বান্দার হক ... ছ. কয়েকটি মারাত্মক পাপ ... জ. হেফযে লেসান- রসনা সদ্ব্যবহার ... ঝ. নেক কাজে আদেশ করা এবং বদ কাজ হইতে বারণ কর ... ঞ. বিভিন্ন বিষয়ে কয়েকটি হাদীস ... ।
২য় অধ্যায়। রসূলে করীম স. এর মহান চরিত্রের কতিপয় নমুনাঃ ক. বদান্যতা ... খ. সহিষ্ণুতা, দয়া ও ক্ষমা ... গ. বিনয় ও নম্রতা ... ঘ. সাহস ও বীরত্ব ... ঙ. পানাহার ... চ. পোষাক পরিচ্ছদ ... ছ. বিবিধ...।
৩য় অধ্যায়। নবী করীম স. এর কতিপয় মুজেযা । 

আল্লাহ তা’আলা আমাদেরকে হযরত কায়েদ ছাহেব হুজুর রহ. রচিত কিতাব সমূহ পাঠ করে উপকৃত হওয়ার তাওফীক দান করুন। (আমিন)

কোন মন্তব্য নেই

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.