Header Ads

বাংলাদেশ ফোরকানিয়া বোর্ড


বাংলাদেশ ফোরকানিয়া বোর্ড

দেশের সাধারণ জনগণকে ধর্মীয় মৌলিক শিক্ষা প্রদানের জন্য প্রতিষ্ঠা হয়েছে ‘বাংলাদেশ ফোরকানিয়া বোর্ড’। নেছারাবাদ কমপ্লেক্স ট্রাষ্ট ঝালকাঠি- এর আওতাধীন একটি বিশেষ দ্বীনি প্রতিষ্ঠান ‘ফোরকানিয়া বোর্ড’। চলতি বছরের নভেম্বরে ‘ফোরকানিয়া বোর্ড’ এর অধীনে শুরু হয় ১ মাস ব্যাপী ‘মুবাল্লিগ ও মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্স’। প্রশিক্ষণ প্রাপ্ত মুয়াল্লিমদের মাধ্যমে প্রয়োজনীয় ইলমে দ্বীন চর্চার এক নতুন অধ্যায় শুরু হবে- ইনশা আল্লাহ।

অত্র বোর্ড সম্পর্কে আরো কিছু তথ্য উল্লেখ করছি বোর্ডের রূপকার আমীরুল মুছলিহীন হযরত নেছারাবাদী হুজুর রচিত ‘ইছলাহী পদ্ধতিতে কুরআন শরীফ ও নামায শিক্ষা’ কিতাব থেকে। “দেশের প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষাব্যবস্থা থেকে ধর্মীয় ও নৈতিক শিক্ষাবোধ ক্রমশ উঠে যাওয়ায় সমাজের সর্বত্র যখন উচ্ছৃঙ্খল প্রজন্মের সয়লাব তখন সঙ্গত কারনেই ঐতিহ্যবাহী ফোরকানিয়া শিক্ষাব্যবস্থার পুনঃপ্রবর্তন ও যথাযথ কারিকুলাম প্রনয়ন অপরিহার্য হয়ে পড়ে। নেছারাবাদ কমপ্লেক্স, ঝালকাঠি ‘বাংলাদেশ ফোরকানিয়া বোর্ড’ প্রতিষ্ঠার মাধ্যমে সেই লক্ষ্য পূরনের দিকেই এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে।---বাংলাদেশ ফোরকানিয়া বোর্ড-এর তিনটি উদ্দেশ-নেসবত, সালাত ও শুদ্ধরূপে তেলাওয়াত। সুনাগরিক তৈরি যদি মূল উদ্দেশ্য হয় তবে ফোরকানিয়া বোর্ডের উদ্দেশ্যাবলীর দ্বারা নিঃসন্দেহে একটি ঐক্যবদ্ধ ইসলামী সমাজ ও মডেল রাষ্ট্র প্রতিষ্ঠার কাঙ্খিত লক্ষ্য পূরণ হবে ইনশাইল্লাহ। নামায ও কুরআন শিক্ষা সম্প্রসারনের লক্ষ্যে নেছারাবাদে আমরা ‘বাংলাদেশ ফোরকানিয়া বোর্ড’ প্রতিষ্ঠা করেছি।”
  
‘ইছলাহী পদ্ধতিতে কুরআন শরীফ ও নামায শিক্ষা’ কিতাবটি ‘বাংলাদেশ ফোরকানিয়া বোর্ড’- এর সিলেবাসভূক্ত গ্রন্থ।

কোন মন্তব্য নেই

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.