মেহমানদারি নেছারাবাদ দরবারের বৈশিষ্ট্য
মেহমানদারি নেছারাবাদ দরবারের অনন্য বৈশিষ্ট্য
ঝালকাঠির নেছারাবাদ দরবার মেহমানদারির বিশেষ দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রতিদিন
২ বেলা নামাজের পর ঘোষণা দেওয়া হয়, মেহমান থাকলে খানকায় যাবেন অত:পর খানকা হয়ে তারা
মেহমানখানায় আসেন। আগত মেহমানদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়। প্রতি বৃহস্পতিবার তাদরীবী
জলছায়, তরীকতী জলছায় এবং মুছলিহীনের জলছা সমূহে আগত মেহমানদের মেহমানদারি করানো হয়।
কখনো কখনো এক সাথে কয়েক হাজার মেহমানদের আপ্যায়ন করা হয়। নেছারাবাদে রয়েছে ৪ তলা বিশিষ্ট
বিশাল মেহমান খানা। আপ্যায়নের জন্য রয়েছে তাদরীব শেড। গতকাল মুছলিহীনের বিশেষ জলছায়
মেহমানদারি সংশ্লিষ্ট কিছু ছবি দেখুন। নেছারাবাদ দরবারের মেহমানদারি দেখে মেহমানগণ
বিস্মিত হয়ে যান!
কোন মন্তব্য নেই