Header Ads

কায়েদ ছাহেব হুজুরের (রহ) এর ১১ তম ইন্তেকাল বার্ষিকী পালিত


ঝালকাঠির হ্যান্ডলিং শ্রমিক উনিয়নের উদ্যোগে হযরত কায়েদ ছাহেব হুজুরের (রহ) এর ১১ তম ন্তেকাল বার্ষিকী উপলক্ষে গতকাল বিকাল ৩:০০ টায় স্থানীয় ফরিয়পট্টিতে বিশেষ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিযবুল্লাহ জমিয়াতুল মুছলিহীনের আমীর ও বাংলাদেশ আদর্শ সমাজ বাস্তবায়ন পরিষদের সম্মানিত সভাপতি আমীরুল মুছলিহীন হযরত নেছারাবাদী হুজুর দা. বা. ,ছাহেবজাদা: হযরত কায়েদ ছাহেব হুজুর রহ. ।
সভায় হযরত কায়েদ ছাহেব হুজুরের (রহ) জীবনের নানা দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন বাংলাদেশ হিযবুল্লাহ জমিয়াতুল মুছলিহীনের নায়েবে আমীর ও ঝালকাঠি এন এস কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা আবু জাফর মুহাম্মদ ছালেহ চাঁদপুরী, খতিব: বাতুন নুর জামে মসজিদ, মিরপুর ঢাকা।
এছাড়াও কায়েদ ছাহেব হুজুরকে (রহ) নিয়ে আলোচনা পেশ করেছেন ঝালকাঠি পৌরসভার মেয়র, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সেক্রেটারিসহ ঝালকাঠির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে ধর্ম-বর্ণ নির্বিশেষে ঝালকাঠির সকল- শ্রেণি -পেশার লোকজন অংশগ্রহণ করে। সভায় আলোচকবৃন্দ হযরত কায়েদ ছাহেব হুজুরের (রহ) রেখে যাওয়া আদর্শ-মূল্যবোধ রক্ষায় সকলকে উদাত্ত আহবান জানান। গতকালের এ অনুষ্ঠান স্মরণকালের একটি বৃহৎসভায় রূপ নেয়। শহরের সব অলি-গলিতে দেখা যায় হুজুরের মুহিব্বিনদের পদচারণা।  রাত ৮:০০ টায় দোয়া-মোনাজতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

কোন মন্তব্য নেই

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.