Header Ads

মাওলানা মুহাম্মদ ইব্রাহীম মাহমুদ


জনাব মাওলানা মুহাম্মদ ব্রাহীম মাহমুদ ১৯৯৪ সনের ১লা মে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ১৪ নং নিয়ামতী উনিয়নের হাসান নগর গ্রামে জন্ম গ্রহণ করেন।
তিনি  ২০০৯ সনে  হাসান নগর সলামিয়া দাখিল মাদরাসা থেকে কৃতিত্বের সাথে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হন। ২০১১ সনে রামনগর হোসানিয়া সিনিয়র আলিম মাদরাসা থেকে আলিম পরীক্ষায় উত্তীর্ণ হন। ২০১৪ সনে পূর্ব মহেষপুর হাসানিয়া ফাযিল মাদরাসা থেকে ফাযিল পরীক্ষায় উত্তীর্ণ হন। অত:পর ঐতিহ্যবাহী ঝালকাঠি এন এস কামিল মাদরাসা থেকে কৃতিত্বের সাথে কামিল  (এম এ) উত্তীর্ণ হন। পাশাপাশী
দক্ষিণবঙ্গের বৃহত্তম শিক্ষা প্রতিষ্ঠান বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ থেকে বি এস এস অনার্স (সমাজকর্ম) প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন।

জনাব ব্রাহীম মাহমুদ সাহেব বর্তমানে হযরত কায়েদ ছাহেব হুজুরের স্মৃতিধন্য নেছারাবাদ কমপ্লেক্সে (ঝালাকাঠী) কর্মরত আছেন। ব্যক্তিগত জীবনে তিনি নেছারাবাদ দরবার শরীফের একজন একনিষ্ঠ অনুসারী। এছাড়াও তিনি একজন স্বভাবজাত লেখক। উল্লেখ্য তাঁর লেখা বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে। আমি তাঁর নেক হায়াত  ও উজ্জ্বল ভবিষ্যত কামনা করি ।

কোন মন্তব্য নেই

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.