Header Ads

ভাই মুহাম্মদ আবু সাঈদ


ভা মুহাম্মদ আবু সাঈদ 

 


মুহাম্মদ আবু সাঈদ সাহেব ফরিদপুর জেলার সদরপুর চরব্রাক্ষন্দী গ্রামে ১৯৯১ সনে এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতার নাম মাওলানা মুহাম্মদ নেছার উদ্দীন আহমাদ সাহেব। তিনি তারাইল এ এস আলিম মাদরাসার শিক্ষক (ভাঙ্গা, ফরিদপুর)।

আবু সাঈদ সাহেবের শ্রদ্ধেয় দাদা মুহাম্মদ ছাহের আলি মাস্টার , তিনি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। উল্লেখ্য তিনি ছারছীনার দাদা হুজুর (রহ:) এর একজন খলিফাও ছিলেন।


মুহাম্মদ আবু সাঈদ ভা প্রাথমিক স্তর থেকে মাদরাসায় শিক্ষা গ্রহণ করেছেন।  তিনি ঐতিহ্যবাহী ঝালকাঠি এন এস কামিল মাদরাসায় দাখিল ৮ম শ্রেণি থেকে ফাযিল (স্নাতক) পর্যন্ত অধ্যয়ন করেছেন। পাশাপাশি তিনি কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এছাড়াও আনসার-ভিডিপি’ ও পাল্লী চিকিৎসার ওপরও প্রশিক্ষণ নিয়েছেন।

তাঁর কর্মজীবনের শুরু নেছারাবাদ দরবার শরীফে। তিনি হযরত কায়েদ ছাহেব হুজুরের (রহ) স্মৃতিধন্য নেছারাবাদ কমপ্লেক্সে ২০১৫ সন থেকে খেদমতে নিয়োজিত আছেন। তিনি নেছারাবাদ দরবার শরীফের একজন খাদেম (কর্মী) । তাঁর শিক্ষাজীবন ও কর্মজীবন মিলে ১০ বছরাধিক কাল  নেছারাবাদের সাথে যুক্ত আছেন। আবু সাঈদ সাহেব নেছারাবাদ দরবার শরীফকে মনে-প্রাণে ভালবাসেন এবং তিনি দরবারের একজন একনিষ্ঠ অনুসারী।


ব্যক্তিগত জীবনে মুহাম্মদ আবু সাঈদ সাহেব বিবাহিত এবং এক পুত্র সন্তানের জনক। তাঁর স্ত্রী একজন কোরআনের হাফেজা।


কোন মন্তব্য নেই

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.