Header Ads

মাহে রমযানের পবিত্রতা রক্ষার্থে মুছলিহীনের র‌্যালী অনুষ্ঠিত:


মাহে রমযানের পবিত্রতা রক্ষার্থে মুছলিহীনের র‌্যালী অনুষ্ঠিত:


আজ বাদ আছর মাহে রমযানের পবিত্রতা রক্ষার্থে বাংলাদেশ হিযবুল্লাহ জমিয়াতুল মুছলিহীন বরিশাল মহানগরীর উদ্যোগে সর্বদলীয় আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়। গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন (১) মুছলিহীনের নায়েবে আমীর ও ঝালকাঠি এন এস কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লাম আবু জাফর মুহাম্মদ ছালেহ, খতিব, বাইতুন নুর জামে মসজিদ,মিরপুর , ঢাকা, (২) মুছলিহীনের প্রচার সম্পাদক ও ঝালকাঠি এন এস কামিল মাদরাসার সহকারী অধ্যাপক ড. মাওলানা আবু বকর সিদ্দিক, খতিব : গুঠিয়া বাতুল আমান জামে মসজিদ, বরিশাল। র‌্যালীটি বরিশাল মহানগরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীর পূর্বে এবং পরে বৃষ্টি থাকলেও মূল কর্মসূচী চলাকালীন সময়ে আকাশ অনেকটা স্বাভাবিক ছিল, যা আল্লাহর অসীম রহমত!

কোন মন্তব্য নেই

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.