Header Ads

খানকায়ে মুছলিহীন বরিশালের ইফতার মাহফিল অনুষ্ঠিত


খানকায়ে মুছলিহীন বরিশালের ইফতার মাহফিল অনুষ্ঠিত

খানকায়ে মুছলিহীন বরিশালের ইফতার মাহফিল অনুষ্ঠিতগতকাল খানকায়ে মুছলিহীন বরিশালের নির্ধারিত মাসিক জলছা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত কায়েদ হুজুরের (রহ.) ছাহেবজাদা আমীরুল মুছলিহীন হযরত নেছারাবাদী হুজুর দা. বা., বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রশিদ খান,সভাপতি: মুছলিহীন বরিশাল জেলা শাখা, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন, সভাপতি: মুছলিহীন বরিশাল মহানগর।

প্রধান অতিথির আলোচনায় হযরত নেছারাবাদী হুজুর সমকালীন বিভিন্ন বাতিল ফিরকা সম্পর্কে সকলকে সতর্ক করেন এবং আউলিয়ায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করে সিরাতে মুস্তাকিমের পথে চলার আহবান জানান।

ইফতার মাহফিলে সহস্রাধিক মেহমানদের উন্নত মানের ইফতার করানো হয়।এভাবে বরিশাল মহানগরের ৩০ টি ওয়ার্ডেই মুছলিহীনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, এরকম কার্যক্রম দক্ষিণাঞ্চলে অন্য কোন সংগঠনের পক্ষ থেকে দেখা যায় না।

কোন মন্তব্য নেই

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.