Header Ads

‘আযকারে খামছা’ কিতাবটি পড়ুন-


‘আযকারে খামছা’ কিতাবটি পড়ুন-
পীরে কামেল হযরত কায়েদ ছাহেব হুজুর রহ. এর দিক-নির্দেশনায় আমীরুল মুছলিহীন হযরত নেছারাবাদী হুজুর দা. বা. রচিত ‘আযকারে খামছা’ শীর্ষক কিতাবটি অবশ্য পড়ুন। ‘আযকারে খামছা’ গ্রন্থে সলামী জিন্দেগীর দশ মূলনীতি সংক্ষিপ্তভাবে আলোচনা করা হয়েছে। মূলনীতি দশটি হল:- ১। লিল্লাহিয়াত, ২। তায়াত ও ত্তেবায়ে রাসূল সা. , ৩। এক্বামতে দ্বীন, ৪। তাবলীগে দ্বীন , ৫। আমরু বিল মা’রূফ নাহি আনিল মুনকার , ৬। জিহাদ ফী ছাবীলিল্লাহ , ৭।’তেছাম বিহাবলিল্লাহ, ৮ । তায়াতে উলিল আমর, ৯। তাহছীলে লমে দ্বীন ও ছোহবতে ছালেহীন, ১০। যিকির ও ফিকির।
এছাড়াও কিতাবটিতে সলামী জিন্দেগীর পঞ্চ-পথ প্রদর্শক নীতি সম্পর্কেও ধারণা দেওয়া হয়েছে। যথা:- ১। দ্বীন সলাম দ্বীনে কামেল , ২। দ্বীন সলাম সিরাতে মুস্তাকীম, ৩। আহলে সুন্নাত ওয়াল জামায়তের পরিধি ব্যাপক, ৪। কাম্য আখেরাত দুনিয়া সহায়ক, ৫। দলীয় রাজনীতির ঊর্ধ্বে থাকা।
আরো রয়েছে তিনদফা কর্মসূচীর পরিচয়। যথা:-সলাহে নফস (আত্মশুদ্ধি) , ২। সলাহে কওম (সমাজ সংস্কার) , ৩। সলাহে হুকুমত (রাষ্ট্র সংস্কার)
‘আযকারে খামছা’-য় রয়েছে পাঁচ প্রকারের যিকির-মোনাজাত, দুরূদ শরীফ, আয়াতুল কুরসী, সূরা হাশরের শেষ তিন আয়াতসহ অনেক কিছু। এ মহামূল্যবান কিতাবটি সকলের সংগ্রহে থাকা জরুরি, আয়ত্ব করা ও আমল করাও জরুরি । তোমধ্যে কিতাবটির ২২ তম মুদ্রন প্রকাশিত হয়েছে। জনপ্রিয় ও প্রয়োজনীয় এ  ছোট আকৃতির গ্রন্থটি সকলের সার্বক্ষনিক সাথী হোক।


কোন মন্তব্য নেই

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.