Header Ads

মুহাম্মদ আবদুল খালেক ছাহেব আর নেই


মুহাম্মদ আবদুল খালেক ছাহেব আর নে!

নেছারাবাদ দরবার শরীফের রূপকার হযরত কায়েদ ছাহেব হুজুরের (রহ) দীর্ঘদিনের খাদেম মুহাম্মদ আবদুল খালেক ছাহেব গতকাল বিকেল তিনটায় ন্তেকাল করেন (ন্নালিল্লাহি ওয়া ন্না লাহি রাজিউন)। তিনি হযরত কায়েদ ছাহেব (রহ) কে অর্ধশাতাব্দীকাল বিনা পারিশ্রমিকে খেদমত করেছেন, যা এক বিরল দৃষ্টান্ত। গতাকল বাদ মাগরিব ভৈরবপাশা কায়েদাবাদী হুজুরের মাদরাসায় মরহুমের জানাযার নামায অনুষ্ঠিত হয়।
তাঁর ন্তেকালের পর থেকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জনের প্রতিক্রিয়া দেখে আমি অভিভূত। এতটুকু বলা যায় হযরত কায়েদ ছাহেব হুজুরের (রহ) নেক সোহবতে তাঁর জীবন অসাধারণ হয়ে গেছে। তিনি দীর্ঘ দিন স্মরণীয় হয়ে থাকবেন কায়েদ মুহিব্বিনদের হৃদয়ে।

কোন মন্তব্য নেই

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.