ইলমে দ্বীন কোর্স
ইলমে দ্বীন কোর্স
ঝালকাঠির নেছারাবাদে
২৭ দিন ব্যাপী ‘তা’লীমে ইলমে দ্বীন কোর্স’ ১লা রমযান থেকে ২৭ রমযান পর্যন্ত অনুষ্ঠিত
হবে। এ কোর্সে আবশ্যক পরিমান ইলমে আকাইদ, ফিকাহ, তাছাওফ , ক্বিরাত, জরুরি মাসায়েল
, নামায ও যিকিরের বাস্তব প্রশিক্ষণ দেওয়া হইবে। দৈনিক ৪০ টাকা দিয়ে দু’ বেলা
খাবার খাওয়া যাবে, রমযানের ১ দিন পূর্বে আসতে হবে। বিভিন্ন বয়সের মানুষদের জন্য ইলমে
দ্বীন শেখার অপূর্ব সুযোগ এ কোর্স। ইলমে দ্বীন ব্যতীত সিরাতে মুস্তাকীমে চলা
দুস্কর, সুতরাং অবশ্যই এ কোর্স করে বিশুদ্ধ
ইসলামী জীবন গঠন করুন। যেহেতু রমযান মাসে আমীরুল মুছলিহীন হযরত নেছারাবাদী হুজুর
বাড়িতে থাকেন ,তাই কোর্সের শিক্ষার্থীরা হুজুরের নেক সোহবতও লাভ করতে পারবে , যা
তাকে পূর্ণ মুসলমান হতে সাহায্য করবে। হযরত কায়েদ ছাহেব হুজুর প্রবর্তিত ‘তা’লীমে ইলমে
দ্বীন কোর্স’ কিশোর, যুবক,বৃদ্ধ সকলের জন্য দ্বীন শেখার অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম!
কোন মন্তব্য নেই