Header Ads

ইলমে দ্বীন কোর্স


ইলমে দ্বীন কোর্স


ঝালকাঠির নেছারাবাদে ২৭ দিন ব্যাপী ‘তা’লীমে ইলমে দ্বীন কোর্স’ ১লা রমযান থেকে ২৭ রমযান পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ কোর্সে আবশ্যক পরিমান ইলমে আকাইদ, ফিকাহ, তাছাওফ , ক্বিরাত, জরুরি মাসায়েল , নামায ও যিকিরের বাস্তব প্রশিক্ষণ দেওয়া হইবে। দৈনিক ৪০ টাকা দিয়ে দু’ বেলা খাবার খাওয়া যাবে, রমযানের ১ দিন পূর্বে আসতে হবে। বিভিন্ন বয়সের মানুষদের জন্য ইলমে দ্বীন শেখার অপূর্ব সুযোগ এ কোর্স। ইলমে দ্বীন ব্যতীত সিরাতে মুস্তাকীমে চলা দুস্কর, সুতরাং অবশ্যই  এ কোর্স করে বিশুদ্ধ ইসলামী জীবন গঠন করুন। যেহেতু রমযান মাসে আমীরুল মুছলিহীন হযরত নেছারাবাদী হুজুর বাড়িতে থাকেন ,তাই কোর্সের শিক্ষার্থীরা হুজুরের নেক সোহবতও লাভ করতে পারবে , যা তাকে পূর্ণ মুসলমান হতে সাহায্য করবে। হযরত কায়েদ ছাহেব হুজুর প্রবর্তিত ‘তা’লীমে ইলমে দ্বীন কোর্স’ কিশোর, যুবক,বৃদ্ধ সকলের জন্য দ্বীন শেখার অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম!

কোন মন্তব্য নেই

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.