শতধা বিচ্ছিন্ন মুসলমান : সংকট উত্তরণে সোপারেশ
শতধা বিচ্ছিন্ন মুসলমান : সংকট উত্তরণে সোপারেশ
লেখক: হযরত কায়েদ ছাহেব হুজুর রহ:
বিশ্ব ব্যাপী মুসলমানরা আজ মজলুম। আমাদের দুরবস্থার প্রধান কারন হল অনৈক্য
বা বিচ্ছিন্নতা। হযরত কায়েদ ছাহেব হুজুর রহ. এ ভয়াবহ সংকট থেকে উত্তরণের জন্য জাতির
সামনে কতিপয় সোপারেশ পেশ করেছেন।
গ্রন্থটির প্রথমে রয়েছে মুসলিম জাতির ঐক্যবদ্ধ হওয়ার সূত্র বা ফর্মুলা
। অত:পর রয়েছে ঐক্যমত-পরবর্তী কতিপয় সোপারেশ।
গ্রন্থটি সম্পর্কে শ্রদ্ধেয় কবি মুস্তাফিজ শিহাব লিখেছেন, ‘ এ গ্রন্থটি এমন
এক সময়ে প্রকাশিত হলো - যখন মুসলমানরা বিধর্মীদের নানামাত্রিক ষড়যন্ত্রের পাশাপাশি
নাস্তিক -সেক্যুলারিস্ট ও উগ্রবাদীদের কবলে নিপতিত হয়ে বিশৃঙ্খল ও দুর্দশাগ্রস্থ এবং
যখন রূহানিয়াত-বর্জিত পণ্ডিতগণ ডুবন্ত এ উম্মাহর
উত্তরণে সম্পূর্ণ ব্যর্থ; তখন সময়ের প্রয়োজনে , বিশেষত : শতধা বিচ্ছিন্ন মুসলিম উম্মাহর
বর্তমান করুন পরিস্থিতিতে এ বইয়ের আবেদন শুধু অনস্বীকার্যই নয় বরং এর প্রতিটি অক্ষর
হতে পারে অনিবার্য ধ্বংসের হাত থেকে পরিত্রাণের সমূহ পাথেয়।’
কোন মন্তব্য নেই