পবিত্র কোরআন শেখানোর অনন্য কোর্স চলছে নেছারাবাদে
পবিত্র কোরআন শেখানোর অনন্য কোর্স চলছে নেছারাবাদে
ঝালকাঠির নেছারাবাদ কমপ্লেক্সের উদ্যোগে চলছে পবিত্র কোরআন শেখানোর বিশেষ
কোর্স। এনসিসি ভবনের নীচ তলায় আয়োজিত কোর্সে তিন সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।
নেছারাবাদ কমপ্লেক্সের আওতাধীন এন এস কামিল মাদরাসা, হাফিজি মাদরাসা, নূরানী মাদরাসা
, তাহিলী মাদরাসা, ও অনাবাসিক মাদরাসার ছাত্র শিক্ষক এবং কমপ্লেক্সের অনেক কর্মকর্তা
এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন।
পবিত্র কোরআনকে সর্বাধিক বিশুদ্ধ পদ্ধতিতে তেলাওয়াত করার জন্য এ আয়োজন।
বর্তমানে নেছারাবাদ কমপ্লেক্সের আওতাধীন প্রতিষ্ঠান সমূহে অধ্যয়নরত পাঁচ শতাধিক হাফেজ
ছাত্রদের অংশগ্রহণ কোর্সের একটি অন্যতম আকর্ষণ। বিশুদ্ধ কোরআন তেলাওয়াত সর্বস্তরে চালু
করার জন্য এধরনের প্রোগ্রাম ইতোপূর্বেও নেছারাবাদে অনুষ্ঠিত হয়েছে। এ কোর্সে কোন প্রশিক্ষাণার্থীকেই
কোন ধরনের ফি দিতে হয় না। আমীরুল মুছলিহীন
হযরত নেছারাবাদী হুজুরের বহুমুখী ধর্মীয় খেদমতের এটি একটি অনন্য আয়োজন। হুজুর প্রোগ্রামে
উপিস্থত থেকে প্রোগ্রামকে শতভাগ সফল করেতে অসাধারণ অবদান রেখেছেন।
উল্লেখ্য এ কোর্সে মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার করে আধুনিক পদ্ধতির
সহায়তাও নেওয়া হয়েছে। প্রশিক্ষণ প্রদান করছেন আলহাজ্ব হযরত মাওলানা ক্বারী আবদুল কাদের
ছাহেব। (https://www.youtube.com/channel/UCmlCMHBaWDBD2GRl_uFBfRA)
কোন মন্তব্য নেই