Header Ads

ইস্রাঈলী রাষ্ট্র ও মুসলমান


ইস্রাঈলী রাষ্ট্র ও মুসলমান
- হযরত কায়েদ ছাহেব হুজুর রহ:

হযরত কায়েদ ছাহেব হুজুর রহ: ইস্রাঈলী রাষ্ট্র সম্পর্কে লিখেছেন বিগত দ্বিতীয় মহাযুদ্ধের পর মিত্রশক্তির গোপন আঁতাতের ফলে এবং স্বৈরাচারী নাস্তিক  ইহুদী-সন্তান স্টালিনের প্রতক্ষ সহায়তা ইহুদীরা ফিলিস্তীনে জবর-দখলে নিজেদের জাতীয় ইস্রাঈলী রাষ্ট্র প্রতিষ্ঠা করে। আর রাশিয়ায় সর্বপ্রথম ১৯৪৮ সনে রাষ্ট্রটিকে স্বীকৃতি দেয় । অত:পর মিত্রশক্তি  ও অন্যান্যরা স্বীকৃতি দিয়ে ইউরোপীয় ও আমেরিকার অন্যান্য রাষ্ট্রবর্গ হতে স্বীকৃতি আদায় করে ইস্রাঈলকে ফুলে-ফলে সুশোভিত করে তোলে । সকল অমসলিম নেতা ও রাষ্ট্রের মূল লক্ষ্য  হল- ইসলাম ও মুসলমানদের ধ্বংসের পরিকল্পনাটি ইস্রাইলকে সামনে রেখে কার্যকরি করা।,
গ্রন্থটি সম্পর্কে মাসিক কায়েদ সম্পাদক মুস্তাফিজ শিহাব লিখেছেন বিশ্বব্যাপী ইহুদী আগ্রাসন, ফিলিস্তীনে পাইকারী-দরে মুসলিম হত্যা এবং অপ্রয়োজনে বিদেশী পণ্য , বিশেষত ইহুদী পণ্য আমদানির প্রতিবাদে  ..... হযরত কায়েদ ছাহেব হুজুর রহ. যে জ্ঞানগর্ভ ভাষণ প্রদান করেন, পরবর্তীতে (জুলাই ১৯৮৪) তা-ই তৎক্ষণাৎ ইস্রাঈলী রাষ্ট্র ও মুসলমান নামে পুস্তিকাকারে প্রকাশিত হয়।
বইটির দিক-নির্দেশণা অনুযায়ী আমরা চলতে পারলে আমাদের মুক্তির পথ সহজতর হবে।

কোন মন্তব্য নেই

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.