ইসলামী জিন্দেগীর বুনিয়াদী চল্লিশ হাদীস
‘ইসলামী জিন্দেগীর বুনিয়াদী চল্লিশ হাদীস’
-হযরত কায়েদ ছাহেব হুজুর রহ:
গ্রন্থটির শুরুতে প্রকাশক বলেছেন ‘লেখকের বর্তমান
পুস্তকটি যদিও একটি সংক্ষিপ্ত হাদীস সংকলন কিন্তু চিরাচরিত গতানুগতিক নিয়মের নয়, লেখক
হাদীসে রাসূলের আলোকে ইসলামী জীবন গঠনের বিষয়গুলো
ধারাবাহিক উল্লেখ করেছেন। অতএব এ সমুদয় হাদীস আমলের সদ্চ্ছিায় মুখস্থ কিংবা পাঠ করলে নি:সন্দেহে
ইসলামী জিন্দগী গঠনে সহায়ক হবে।’
হযরত কায়েদ ছাহেব হুজুর রহ: ‘লেখকের আরয’-এ লিখেছেন-
“ যে ব্যক্তি আমার উম্মতকে শিক্ষা দেয়ার জন্য তাদের
দ্বীনের ব্যাপারে আবশ্যকীয় ৪০ টি হাদীস মুখস্থ
করবে, আল্লাহ তায়ালা তাকে পরকালে ফকীহ করে পুনর্জীবিত করবেন এবং তার জন্য আমি কিয়ামতে
শাফায়াতকারী ও সাক্ষী হব। (বায়হাকী শরীফ)
রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর এ ইরশাদ মোতাবেক কেউ যদি
দ্বীন সম্পর্কিত চল্লিশটি হাদীস পানসপটে অঙ্কন করে নেয় , অথবা পুস্তিকাকারে লিপিবদ্ধ
করে সাধারণ্যে প্রচার করে , সেও পরকালে হাদীসে বর্ণিত ফকীহদের দলভূক্ত হওয়ার অধিকারী
হতে পারে বলে আশা করা যায়।”
কোন মন্তব্য নেই