Header Ads

শ্রদ্ধেয় যশোরী হুজুর

শ্রদ্ধেয় যশোরী হুজুর

হযরত মাওলানা মুহাম্মদ লুৎফর রহমান যশোরী হুজুর (রহ) ক্ষণস্থায়ী এই দুনিয়া ছেড়ে চির বিদায় গ্রহণ করে ২৭ অক্টোবর ২০১৬ খ্রি:। ঐ দিন বাড়ি যাওয়ার পথে গাড়ীতে স্ট্রোক করে দুপুর ১২:৪৫ মিনিটে ইন্তেকাল করেন। উস্তাযুল আসাতিযা হযরত যশোরী হুজুর ঐতিহ্যবাহী ঝালকাঠি এন এস কামিল মাদরাসার প্রধান মুফাসসির ও প্রাচীনতম ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। শেষোক্ত প্রতিষ্ঠানে দায়িত্বরত অবস্থায়ই তিনি নশ্বর এ জগৎ থেকে চির বিদায় নেন।
ছারছীনা শরীফে প্রথম জানাযার নামায অনুষ্ঠিত হয় এবং পরের দিন জুমা বার (২৮/১০/২০১৯) তাঁর গ্রামের বাড়ি যশোর জেলার কেশবপুরে জানাযার নামায আদায় করা হয় এবং দাফন করা হয়।
শ্রদ্ধেয় যশোরী হুজুর এনএস কামিল মাদরাসায় থাকাকালীন আমি অধমও তাঁর একজন নগন্য ছাত্র ছিলাম (২০০৩-২০০৭)। আল্লাহ তায়ালা তাঁর কবরখানাকে জান্নতের টুকরা বানিয়ে দিন। তাঁর উত্তরসূরীদেরকেও কবুল করে নিন।

কোন মন্তব্য নেই

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.