অনন্য নেছারাবাদী হুজুর
অনন্য নেছারাবাদী হুজুর
আমীরুল মুছলিহীন হযরত নেছারাবাদী হুজুর দা. বা. ইসলাম প্রচারে অক্লান্ত
এক মহান সাধক। অসুস্থ শরীর নিয়েও তিনি ছুটে চলেন দেশের এক প্রান্ত- থেকে অন্য প্রান্তে।
সাধারণ মুসলমানের প্রয়োজনের ভিত্তিতেই চলে তাঁর নিরন্তর যাত্রা। আমার কাছে যদিও হুজুরের
বর্তমান মাসের সব প্রোগ্রাম সমূহের তথ্য নেই, তবুও যতটুকু জানি তাতেই আমি বিস্মিত!
হযরত নেছারাবাদী হুজুর ১লা অক্টোবর নেত্রকোনা জেলার নাগড়ায় ওয়াজ ও দোয়া
মাহফিল করেন।
২রা অক্টেবর শেরপুর পৌর টাউন হলে সুধী সমাবেশ ও দোয়া মাহফিলে প্রধান
অতিথি হিসেবে বয়ান পেশ করেন।
৪ অক্টোবর জামালপুর জেলার ফুলবাড়ীয়া পুরাতন ঈদগাহ মাঠে ও ৫ অক্টেবর মির্জা
আজম অডিটোরিয়ামে আয়োজিত মাহফিলে হুজুর গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন। ৭ অক্টোবর একই জেলার
দেওয়ানগঞ্জ কামিল মাদরাসা অডিটোরিয়ামে হুজুর গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন । ৯ অক্টোবর
জেলার বকশীগঞ্জে, ১০ অক্টোবর বালিজুড়ী বাজার চৌরাস্তা মোড়ে আয়োজিত মাহফিলে হুজুর গুরুত্বপূর্ণ
নসীহত পেশ করেন। ১২ অক্টোবর সড়িষাবাড়ীতে (জামালপুর) আয়োজিত মাহফিলে হুজুরের হাতে একজন
হিন্দু ইসলাম ধর্ম গ্রহণ করে।
১৩ অক্টোবর শেরপুরের নালিতাবাড়ীর শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে, ১৪ অক্টোবর
নকলা ফাযিল মাদরাসা প্রাঙ্গনে, ১৬ অক্টোবর ঝিানাইগাতীতে, শ্রবর্দী উপজেলার শহীদ শাহ
মুতাসিম বিল্লাহ খুররম বীর বীক্র অডিটোরিয়ামে আয়োজিত মাহফিল সমূহে হুজুর ওয়াজ-নসীহত
পেশ করেন।
১৮ অক্টোবর টাঙ্গাইলে মে. জে. মাহমুদুল হাসান আদর্শ মহবিদ্যালয় প্রাঙ্গনে
নেছারাবাদী হুজুর প্রোগ্রাম করেন।
২০ অক্টোবর মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদরাসা প্রঙ্গনে হুজুর নসীহত পেশ
করেন।
২১ অক্টোবর জমিয়াতুল মোদর্রেছীনের জাতীয় নির্বহী কমিটির সভায় হুজুর অংশ
গ্রহণ করেন।
২৩ অক্টোবর ঝালকাঠি এন এস কামিল মাদারাসার উদ্যাগে আয়োজিত তোলাবা জলছায়
হুজুর নসীহত পেশ করেন।
২৪ অক্টেবর সকালে নেছারাবাদ দরুল কায়েদ তাহীলী মাদরাসার উদ্যোগে আয়োজিত
‘আসাতিযা ও অভিভাবক
সম্মেলনে’ হুজুর সভাপতিত্ত্ব
করেন। একই দিন বাদ মাগরিব মুছলিহীন ঝালকাঠি পৌরসভা ও শেখেরহাট ইউনিয়নের বিশেষ জলছায়
হুজুর দিক-নির্দেশনা মূলক বয়ান পেশ করেন।
২৬ অক্টেবর খানকায়ে মুছলিহীন, মালিবাগে আয়োজিত মাসিক জলছায় হুজুর নসীহত
পেশ করেন।
২৮ অক্টোবর রাজধানীর মিরপুরে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে বায়ান
পেশ করেন।
২৯ ও ৩০ অক্টোবর বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে আয়োজিত ২ টি মাহফিলে প্রধান
অতিথি হিসেবে বয়ান পেশ করেন।
আজ ৩১ অক্টোবর বাদ মাগরিব নেছারাবাদ দরবার শরীফের মাসিক তরকতী জলছায়
আমীরুল মুছলিহীন হযরত নেছারাবাদী হুজুর গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন।
আমীরুল মুছলিহীন হযরত নেছারাবাদী হুজুর এর বাইরেও প্রোগ্রামে অংশ নিয়েছেন।
হুজুরের জীবন নিয়ে ব্যাপক চর্চা দরকার , উম্মতের সংকটময় মূহূর্তে এরকম পরিশ্রমী, আদর্শবান
ব্যক্তিত্ত্বের প্রয়োজন খুবই। আল্লাহ তায়ালা হুজুরের নেক হায়াত ও সুস্থাত দান করুন।
আমাদেরকে তাঁর মহৎ জীবন অনুসরণের তওফীক দিন।
কোন মন্তব্য নেই