মহিপুরী হুজুর
মহিপুরী হুজুর
মাওলানা মো: জসিম উদ্দিন (মহিপুরী হুজুর) ১৯৯১ সনে পটুয়াখালী জেলার মহিপুর
থানার মেহেরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর সম্মানিত পিতার নাম মো: আহসান হাবিব ,
তিনি একজন ইমাম ও খতিব। মহিপুরী হুজুর মেহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (মহিপুর,
পটুয়াখালী) প্রাথমিক শিক্ষা লাভ করেন। তিনি ৬ষ্ঠ শ্রেণি থেকে আলিম পর্যন্ত মোয়াজ্জেমপুর
ছালেহিয়া আলিম মাদরাসায় (ছারছিনার মরহুম হুজুরের নামে প্রতিষ্ঠিত) সুনামের সাথে অধ্যয়ন
করেন। পরবর্তীতে ফাযিল ও কামিল দেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঝালকাঠি এন এস কামিল
মাদরাসায় অধ্যয়ন করেন। তিনি ২০১১ সনে বরিশাল ইমাম প্রশিক্ষণ একাডেমি থেকে ইমাম প্রশিক্ষণ
গ্রহণ করেন। ইলমে কেরাত ও কম্পিউটারেও তিনি প্রশিক্ষণ গ্রহণ করেন।
ছাত্র (২০১২) অবস্থায়ই তিনি দ্বীনি ইলম অর্জণের সাথে সাথে পাবিত্র ইসলাম
প্রচার-প্রসারের উদ্দেশ্যে মুজাদ্দিদে যামান হযরত কায়েদ ছাহেব হুজুরের (রহ) প্রতিষ্ঠিত
মুছলিহীনের একজন মুবাল্লিগ হিসেবে নিজেকে নিযুক্ত করেন। দীর্ঘদিন যাবৎ তিনি একজন একনিষ্ঠ
কর্মী হিসেবে নেছারাবাদ দরবারের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন।
ব্যক্তিজীবনে মহিপুরী হুজুর বিবাহিত ও এক সন্তানের জনক। আমি তাঁর সাফল্য
কামনা করছি, আল্লাহ তাঁর নেক মাকছুদ কবুল করে দিন।
কোন মন্তব্য নেই