বাশারের বড় দিল
বাশারের বড় দিল
সহকর্মী মাওলানা আবুল বাশার পেশায় গ্রাফিক ডিজাইনার। তিনি অত্যন্ত ভোজন
রসিক । প্রায় তিন বছরের চেনা-জানায় তাঁকে একজন বড় দিলের মানুষ হিসেবে জানি। লকডাউন
জনিত কারনে বর্তমানে জনসমাগম বর্জনীয়। প্রতিকূল পরিস্থিতেও আজ তিনি কিছু সংখ্যক আলেম
ও দ্বীনদার ব্যক্তিকে পেট ভরে ইফতার করান। খিচুরী, কলা, শরবত, খেজুর ও পিঠা ছিল ইফতার
সামগ্রী। এছাড়াও আমি তাঁকে নিয়মিত কুকুর/প্রাণীদের কম/বেশী খাবার বিতরণ করতে দেখী।
এ ব্যাপারে তাঁকে প্রশ্ন করলে তাঁর জবাব, ‘মানুষ চেয়ে খেতে পারে, প্রাণীর চেয়ে খেতে
পারে না।’
আল্লাহর কাছে মুনাজাত করি আল্লাহ বাশার সাহেব নেক হায়াত দান করুন। তাঁর
মরহুম পিতাকে জান্নাত দান করুন এবং অসুস্থ মাতাকে সুস্থ করে দিন। সর্বোপরি তাঁর নেক
আশা পূরণ করুন।
বর্তমানে জন সমাগম যেহেতু নিষেধ, সুতরাং আমাদের উচিত প্রচলিত নিয়ম-নীতি
মেনে ছোট পরিসরে ইফতার অনুষ্ঠানের আয়োজন করা। কাউকে ইফতার করালে পূর্ণ রোযার ছাওয়াব
পাওয়া যায়, সুতরাং সাধ্যমত অন্যকে ইফতার করানো একটি গুরুত্বপূর্ণ ইবাদাত। আল্লাহ আমাদের
নেক গুনে গুনান্বিত করুন।
কোন মন্তব্য নেই