কায়েদ ছাহেব হুজুর রহ. এর কারামাত ‘দশফান্ড’
হযরত কায়েদ ছাহেব হুজুর রহ. এর জীবন্ত কারামাত
‘দশফান্ড’
বিপদ-আপদ হতে মুক্তি লাভ ও নেক মাকছুদ হাছিলের
জন্য হযরত কায়েদ ছাহেব হুজুর রহ. প্রতিষ্ঠিত ‘দশফান্ডে’ আল্লাহর ওয়াস্তে মান্নত করা
একটি মাক্ববুল পদ্ধতি। অনেকে বালা-মুছিবত হতে মুক্তি লাভ এবং নেক মাকছুদ হাছিলের জন্য
দশফান্ডে মান্নত করে ধারণাতীতভাবে ফল পেয়েছে এবং পাচ্ছেন। আপনিও বালা-মুছীবত থেকে মুক্তি
এবং নেক মাকছুদ হাছিলের জন্য বাতেনী তদবীর হিসেবে আল্লাহর ওয়াস্তে ‘দশফান্ডে’ মান্নত
করে সুফল লাভ করতে পারেন। ‘দশফান্ডে’ যে উদ্দেশ্যে মান্নত করা হয় সে আশা পূর্ণ না হওয়া
পর্যন্ত মান্নত আদায় করতে হয় না।
‘দশফান্ডে’ সব-ধরণের লোকজন মান্নত করে থাকেন।
আজ সকালে নেছারাবাদ দরবার সংলগ্ন নদীতে গোসল করতে ছিলাম, জনৈক নৌকার মাঝি আমাকে ডাক
দিয়ে বললেন হুজুর টাকাটা নিয়ে যান, বৈঠার ওপর ১০০ টাকার একটি নোট আমার দিকে ঠেলে দিয়ে
বললেন টাকাটা ‘দশফান্ডে’-র। এ দৃশ্য নেছারাবাদ দরবার সংলগ্ন নদীর ঘাটে নিয়মিত দেখা
যায়। ঠিক এভাবেই পার্শবর্তী মহসড়কে ‘দশফান্ডে’-র বাক্স সন্নিহিত স্থান ‘দশফান্ড মোড়’
নামে পরিচিতি লাভ করছে। এখানে চলন্ত গাড়ি থেকে ‘দশফান্ডে’-র উদ্দেশ্যে মানুষ হাজার
টাকার নোটও রাস্তায় ফেলে দেয়, কখনোবা কালেক্টরের হাতে তুলে দেয়। আমার জানামতে ‘দশফান্ডে’-র
অর্থও ধর্মীয় ও মানবকল্যানে ব্যবহৃত হয়, হয়তো সে জন্যই প্রতিষ্ঠানটি কবুলিয়্যাত লাভ
করেছি।
কোন মন্তব্য নেই