Header Ads

কায়েদ ছাহেব হুজুরের (রহ.) জীবন্ত কারামাত ‘দশফান্ড’

কায়েদ ছাহেব হুজুরের (রহ.)  জীবন্ত কারামাত ‘দশফান্ড’

বিপদ-আপদ হতে মুক্তি লাভ ও নেক মাকছুদ হাছিলের জন্য হযরত কায়েদ ছাহেব হুজুর রহ. প্রতিষ্ঠিত ‘দশফান্ডে’ আল্লাহর ওয়াস্তে মান্নত করা একটি মাক্ববুল পদ্ধতি। অনেকে বালা-মুছিবত হতে মুক্তি লাভ এবং নেক মাকছুদ হাছিলের জন্য দশফান্ডে মান্নত করে ধারণাতীতভাবে ফল পেয়েছে এবং পাচ্ছেন। আপনিও বালা-মুছীবত থেকে মুক্তি এবং নেক মাকছুদ হাছিলের জন্য বাতেনী তদবীর হিসেবে আল্লাহর ওয়াস্তে ‘দশফান্ডে’ মান্নত করে সুফল লাভ করতে পারেন। ‘দশফান্ডে’ যে উদ্দেশ্যে মান্নত করা হয় সে আশা পূর্ণ না হওয়া পর্যন্ত মান্নত আদায় করতে হয় না।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বেশ-কয়েক দিন বাড়িতে ছিলাম। ছুটিতে থাকাকালীন সময়ে আমার কাছে তিন ব্যক্তি কিছু টাকা ‘দশফান্ডে’ পাঠানোর অনুরোধ করে। ১। একজন ইমাম সাহেব আমার কাছে ১,০০০/- টাকা দিয়ে ‘দশফান্ডের’ বাক্সে ফেলার অনুরোধ করেন ২। একজন হোমিও ডা: ৫,০০০/- টাকা ‘দশফান্ডে’ জমা দেয়ার জন্য দেন, ৩। একজন গৃহিনী ‘দশফান্ডে’-র জন্য ১,০০০/- টাকা দেন।

ঝালকাঠির নেছারাবাদে ছাত্র জীবন+ কর্ম জীবনের ০৭ বছরে বাড়ী থেকে নেছারাবাদে আসার সময় অনেকে এভাবে কম-বেশী ‘দাশফান্ডে’ আমার মাধ্যমে টাকা পাঠায়। সর্বনিম্ন ১০০/- টাকা থেকে ২৫,০০০/- টাকা আমার মাধ্যমে বিভিন্ন সময় ‘দশফান্ডে’ মান্নতের টাকা জমা হয়েছে। অবশ্য বর্তমানে বিকশ/রকেট/নগদ-এর মাধ্যমে সহজেই আপনারা ‘দশফান্ডে’ মান্নতের টাকা পাঠাতে পারেন। যোগাযোগ করে রশিদও সংগ্রহ করতে পারেন।


আমার বিশ্বাস ‘দশফান্ড’ কায়েদ ছাহেব হুজুরের একটি জীবন্ত কারামাত।

 

কোন মন্তব্য নেই

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.