ঝালকাঠি নেছারাবাদের মাহফিল এবং কিছু কথা
ঝালকাঠি নেছারাবাদের মাহফিল এবং কিছু কথা
আল-ইত্তেহাদ মা’য়াল ইখতেলাফ (মাতনৈক্যসহ ঐক্য) নীতির উদ্ভাবক হযরত কায়েদ ছাহেব হুজুর রহ. প্রতিষ্ঠিত নেছারাবাদের বার্ষিক ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিল আগামী ২২ ও ২৩ ফেব্রুয়ারি’ ২১ অনুষ্ঠিত হচ্ছে। সোমবার বিকাল ৩টায় শুরু, বুধবার বাদ ফজর তানফীযী বয়ান ও আখেরী মুনাজাত। মাহফিলে সভাপতিত্ব করবেন আমীরুল মুছলিহীন হযরত নেছারাবাদী হুজুর।
আমি ঝালকাঠি এন এস কামিল মাদরাসায় আলিম ও ফাযিল অধ্যয়ন করেছি (২০০৩-০৮)। ছাত্র জীবনে বেশ কয়েকটি মাহফিলে অংশগ্রহণ করেছিলাম। তখনকার মাহফিলে প্রধান আকর্ষণ ছিল হযরত কায়েদ ছাহেব হুজুর রহ. এর উপস্থিতি। তখনকার অধিকাংশ মাহফিলে মেহমান হিসেবে মরহুম অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান সাহেব উপস্থিত থাকতেন। সেগুলো আমার সেরা স্মৃতি। তখন আমি হযরত কায়েদ ছাহেব হুজুর রহ. এর কাছে বায়আত হয়েছিলাম। প্রতি মাহফিলেই আমার হুজুরের মাহফিল কেন্দ্রিক স্মৃতি বার বার মনে পড়ে।
ঝালকাঠির নেছারাবাদ কমপ্লেক্সে ২০১৭ এর জুলাই থেকে কর্মী হিসেবে অবস্থান করছি। ২০১৮, ২০১৯ ও ২০২০ এর মাহফিলেও পরিপূর্ণভাবে অংশগ্রহণ করেছি। ২০২১ এর মাহফিলেও ইনশাআল্লাহ আছি।
ঝালকাঠি নেছারাবাদের বার্ষিক মাহফিলে আমীরুল মুছলিহীন হযরত নেছারাবাদী হুজুর, ঝালকাঠি এন এস কামিল মাদরাসার মুফতী, মুহাদ্দিস ও মুফাসসিরগণসহ দেশবরেণ্য বহু ওলামায়ে কেরাম ওয়াজ-নসীহত পেশ করেন। এ মাহফিলে সাধারণ মুসলমানদের ওযু-তায়াম্মুম-নামাজসহ বিভিন্ন দ্বীনি বিষয়ের প্রাকটিকাল প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়াও দেশ-জাতির করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাবনা পেশ করা হয়।
নেছারাবাদের বার্ষিক মাহফিল শতভাগ সুশৃঙ্খল একটি বৃহত্তম মুসলিম সমাবেশ। আমাদের জন্য এ মাহফিলে রয়েছে শিক্ষণীয় বহু বিষয়। নেছরাবাদের মাহফিলের অন্যতম একটি আনকমন দৃশ্য হল, প্রচলিত সিস্টেমের চাঁদা কালেকশনের অনুপস্থিতি। বিনা মূল্যে সাধারণ তবারকেরও ব্যবস্থা থাকে।
এ মাহফিলে দল-মত-ছেলছেলা নির্বিশেষে সকলকে অংশগ্রহণের দাওয়াত রইল। দ্বীন-দুনিয়ার বহু বিষয় শেখার কেন্দ্র নেছারাবাদের মাহফিল। সকলেই আসুন শুধু ওয়াজ-নসীহত শুনতে নতুবা ক্রেতা-বিক্রেতা হয়েও আসুন। মাহফিলে আসলে ইনশাআল্লাহ কম-বেশী উপকৃত হবেন।
10 ফান্ডে টাকা পাঠানোর জন্য কোন বিকাশ নাম্বার আছে কি
উত্তরমুছুন