নেছারাবাদের বার্ষিক ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিল
হযরত মাওলানা মুহম্মদ আযীযুর রহমান নেছারাবাদী
কায়েদ ছাহেব হুজুর রহ. (১৯১১- ২৮,০৪,২০০৮) বহু পরিচয়ে দেশের মানুষের কাছে সুপরিচিত।
তিনি ছোট-বড় ৪২ টি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। ঝালকাঠি এন এস কামিল মাদরাসা, নেছারাবাদ
জিনাতুন্নেছা ফাযিল মাদরাসা, দারুল কায়েদ তাহীলী মাদরাসা, বাংলাদেশ হিযবুল্লাহ জমিয়াতুল
মুছলিহীন, আদর্শ সমাজ বাস্তবায়ন পরিষদ, দশফান্ড ও নেছারাবাদ হিযবুল্লাহ দারুত্তাছনীফসহ
অন্যান্য প্রতিষ্ঠান তাঁর গৌরবময় স্মৃতি ধারণ করে আজও এগিয়ে চলছে।
ইনসানে কামেল হযরত কায়েদ ছাহেব হুজুর রহ. কর্তৃক প্রবর্তিত আরেকটি বৃহৎ কার্যক্র হল নেছারাবাদের বার্ষিক ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিল। কায়েদ ছাহেব হুজুর রহ. আমাদের মাঝে শারীরিক ভাবে উপস্থিত নেই, তবে তাঁর রেখে যাওয়া কাজ আজও বহমান। কায়েদ ছাহেব হুজুরকে যারা মুহব্বত করেন, কায়েদের রেখে যাওয়া দ্বীনি খেদমতের সাথে তাঁদের যুক্ত থাকা আবশ্যক।
ছারছীনা দারুস সুন্নাত কামিল মাদরাসার সাবেক উপাধ্যক্ষ, আল্লামা শাহ সূফী নেছারুদ্দীন আহমাদ রহ. এর খলিফা, বাংলাদেশ জমঈয়াতে হিযবুল্লাহ-র প্রতিষ্ঠাতা নাযিমে আ’লা হিসেবেও কায়েদ ছাহেব হুজুর রহ. কে অনেকে চেনেন-জানেন।
ওলিয়ে বরহক হযরত কায়েদ ছাহেব হুজুর রহ. কে জানা-বোঝা আমাদের নেককার-দ্বীনদার হওয়ার পাথেয়। কায়েদ ছাহেব হুজুর রহ. এর একমাত্র ছাহেবজাদা আমীরুল মুছলিহীন হযরত নেছারাবাদী হুজুর দা. বা.। নেছারাবাদী হুজুর ঝালকাঠি এন এস কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ। এছাড়াও তিনি বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ-র সাবেক সভাপতি ও বাংলাদেশ জমঈয়াতে হিযবুল্লাহ-র সাবেক নায়েবে নাযেমে আ’লা ছিলেন।
ঐতিহ্যবাহী নেছারাবাদ দরবারে ২২ ও ২৩শে ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য মাহফিলে যোগদান করে নেছারাবাদের পরিচালিত দ্বীনি খেদমতসমূহের সাথে পরিচিত হোন এবং শরীক হোন।
কোন মন্তব্য নেই