আমার দেখা নেছারাবাদের মাহফিল ২০২১
আমার দেখা নেছারাবাদের মাহফিল ২০২১
অনুষ্ঠিত হয়ে গেল ঝালকাঠি নেছারাবাদ দরবারের ঐতিহ্যবাহী দুই দিন ব্যাপী বার্ষিক ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিল। নেছারাবাদের বার্ষিক মাহফিল আনুষ্ঠানিকভাবে ২২ ফেব্রুয়ারি বিকেল তিনটায় শুরু হয়, অবশ্য অনানুষ্ঠানিক ভাবে ১ দিন আগেই মাহফিল শুরু হয়। কয়েক মাস শত শত কর্মীদের আক্লান্ত পরিশ্রমের ফসল নেছারাবাদের বার্ষিক মাহফিলের সফল আয়োজন!
মাহফিলে ১ম দিন বয়ান পেশ করেন আমীরুল মুছলিহীন হযরত নেছারাবাদী হুজুর , হযরত আযীযুর রহমান তাকী (ছদর: বাংলাদেশ ফোরকানিয়া বোর্ড), উপাধ্যক্ষ মাওলানা ড. আবু বকর ছিদ্দিক, ঝালকাঠি এন এস কামিল মাদরাসার মুহাদ্দিস শায়খ মনিরুজ্জামান, মুফতী আবু হানিফা মোহাম্মদ নোমান (খতিব: আগ্রাবাদ সরকারী সিজিএস কলোনী জামে মসজিদ, চট্টগ্রাম), ঝালকাঠি এন এস কামিল মাদরাসার ফকীহ মুফতী আবদুল কাদির আল-মাদানী, ঝালকাঠি এন এস কামিল মাদরাসার প্রভাষক হযরত মাওলানা আবু হানিফা ছাহেব ও মাওলানা আবদুল মান্নান ছাহেব ( অধ্যক্ষ: কুতুবনগর আযীযিয়া আলিম মাদরাসা, ঝালকাঠি)।
মাহফিলের ২য় দিন বয়ান পেশ করেন আমীরুল মুছলিহীন হযরত নেছারাবাদী হুজুর (বাদ ফজর ও মাগরিব), প্রফেসর আহসান সাইয়েদ ( ভিসি: ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়), মাওলানা শাব্বির আহমাদ মোমতাজী (মহাসচিব: বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেসিন), মাওলানা গাজী শহীদুল ইসলাম ( অধ্যক্ষ: ঝালকাঠি এন এস কামিল মাদরাসা), হযরত আযীযুর রহমান তাকী (ছদর: বাংলাদেশ ফোরকানিয়া বোর্ড), ঝালকাঠি এন এস কামিল মাদরাসার মুফাসসির মাওলানা আবু হানিফা (বরিশালী হুজুর), হযরত মাওলানা ক্বারী গোলাম মোস্তফা, বাংলাদেশ হিযবুল্লাহ জমিয়াতুল মুছলিহীন নোয়াখালী জেলা শাখার মুয়াল্লিম মুফতী আবদুল আযীয (সহকারী পরিচালক: দারুস সুন্নাহ মাদরাসা, নোয়াখালী), মুছলিহীন কামরাঙ্গীরচর থানার মুয়াল্লিম মাওলানা সাইফুল্লাহ নোমানী ও হযরত মাওলানা সরওয়ার হোসেন ইয়াকুবী, (মুয়াল্লিম, বাংলাদেশ হিযবুল্লাহ জমিয়াতুল মুছলিহীন)।
২৪ ফেব্রুয়ারি বাদ
ফজর সমাপনী দিনে তানফীযী বয়ান ও আখেরী মুনাজাত পরিচালনা করেন আমীরুল মুছলিহীন হযরত
নেছারাবাদী হুজুর (আমীর, বাংলাদেশ হিযবুল্লাহ জমিয়াতুল মুছলিহীন)।
মাহফিলে মুছলিহীন শিল্পীগোষ্ঠীর সঙ্গীত পরিবেশনও বেশ আকর্ষণীয় ছিল! ওস্তাদ শাহ মো: ওসমান গনি, শিশুশিল্পী আবদুর রহীম, মো: সাব্বির ইসলাম ও মুহিউদ্দীন রব্বানীর চমৎকার সঙ্গীত পরিবেশনা সকলকে মুগ্ধ করেছে!
কয়েক বর্গ কি.মি. জুড়ে বিশাল জনসমুদ্রে পরিণত হয়েছিল দেশের অন্যতম সেরা এ মাহফিল। দরবারের পক্ষ থেকে তিন বেলা ফ্রি তবারকের (খাবার) ব্যবস্থাও ছিল! নেছারাবাদের মাহফিলের অধিকাংশই এটিআর টিভিতে সরাসরি সম্প্রচারিত হয়! যারা মাহফিলে অংশগ্রহণ করতে পারেননি তারা এখনও অনলাইন থেকে মাহফিলের চুম্বকাংশ দেখে-শুনে নিতে পারেন।
মাহফিল উপলক্ষে অসংখ্য অস্থায়ী দোকান-ফেরিওয়ালা বসে! স্বল্প মূল্যে হাজারো পণ্যের কেনা-বেচা হয়! মাহফিলে আসা দ্বীন-দুনিয়ার জন্যও বেশ ফলপ্রদ!
হযরত কায়েদ ছাহেব হজুর রহ. প্রতিষ্ঠিত এ মাহফিল অত্যন্ত সুশৃঙ্খল ও সুন্দর আয়োজনের দৃষ্টান্ত! সার্বিকভাবে ও গুনগত দিক-দিয়ে এধরণের চমৎকার আয়োজন দেশে খুব কমই হয়! সবাইকে বর্তমান মাহফিল অনলাইনে ভিজিট করার ও পরবর্তী মাহফিলে স্বশরীরে হাজির হওয়ার অনুরোধ করছি।
কোন মন্তব্য নেই