Header Ads

নেছারাবাদ দরবার, মাদরাসা এবং মাহফিল

 

ঐতিহ্যবাহী নেছারাবাদ দরবার কেন্দ্রীক দ্বীনি খেদমতের সূচনা হয় ১৯৫৬ সনে। ছারছীনার মরহুম পীর আল্লামা নেছারুদ্দীন আহমাদ রহ. ও মরহুম আল্লামা আবু জাফর মোহাম্মদ ছালেহ রহ. এর দোয়া ও ইযাজতে পীরে কামেল আল্লামা আযীযুর রহমান নেছারাবাদী কায়েদ ছাহেব হুজুর রহ. ফোরকানিয়া মকতব আকারে যে দ্বীনি খেদমত শুরু করেছিলেন তা আজ ছোট-বড় প্রায় অর্ধশত প্রতিষ্ঠানের সমন্বয়ে নেছারাবাদ কমপ্লেক্স হিসেবে দেশ জুড়ে সুপরিচিত।


হযরত কায়েদ ছাহেব হুজুর রহ. এর জীবনের অন্যতম সেরা অবদান ঝালকাঠি এন এস কামিল মাদরাসা। অত্র মাদরাসায় আলিমে বিজ্ঞান, ফাযিল অনার্স, কামিল মাস্টার্স (আল-কুরআন ও আল হাদিস) ও কামিল এমএ (হাদিস, তাফসির ও ফিকাহ) পড়ার সুব্যবস্থা রয়েছে। প্রতিষ্ঠানটি বহুবার জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পুরস্কৃত হয়েছে।

নেছারাবাদে পরিচালিত হাফেযী মাদরাসা, কিন্ডারগার্টেন, ও জামেয়া দারুল কায়েদও সুপরিচিত শিক্ষা-প্রতিষ্ঠান। বাসন্ডা নদীর তীরে কয়েক বর্গ কিমি জুড়ে নেছারাবাদ দরবারের মনোরম এরিয়া।

নেছারাবাদ কমপ্লেক্স/নেছারাবাদ দরবার বর্তমানে একটি দর্শণীয় স্থানও বটে। দূর-দূরান্ত থেকে লোক-জন প্রতিদিনই আসে এ দরবারকে দেখতে। প্রতি জুমায় প্রায় দশ হাজার বা ততোধিক মুসল্লী নেছারাবাদ কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ পড়তে আসেন।


দেশের অন্যতম সেরা দরবার নেছারাবাদের বার্ষিক ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিল আগামী ২২ ও ২৩ শে ফেব্রুয়ারি। দার্শনিক হযরত কায়েদ ছাহেব হুজুরের একমাত্র ছাহেবজাদা আমীরুল মুছলিহীন হযরত নেছারাবাদী হুজুরের দরদমাখা বয়ান শুনতে মাহফিলে শরীক হয়ে দো-জাহানের অশেষ নেকী হাছিল করুন।

কোন মন্তব্য নেই

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.