Header Ads

কায়েদ ছাহেব হুজুর রহ. রচিত অমূল্য গ্রন্থাবলী

 

হযরত আল্লামা আযীযুর রহমান নেছারাবাদী কায়েদ ছাহেব হুজুর রহ. যেসব মহান কর্মের জন্য অনন্তকাল স্মরণীয় হয়ে থাকবেন, তাহলো তাঁর বিশেষ সাহিত্যকর্ম। ইসলামী সাহিত্যসেবায় কায়েদ ছাহেব হুজুর রহ. এর রয়েছে কালজয়ী অবদান। কায়েদ ছাহেব হুজুর রহ. লিল্লাহিয়াতের ভিত্তিতে সময়োপযোগী সাহিত্যচর্চা করেছেন। তিনি কিতাব রচনার বিনিময়ে কোন পার্থিব স্বার্থ গ্রহণ করেননি।

একবারের ঘটনা বলছি- হুজুরের তখন অভাব-অনটনের সংসার। ঠিক সেই মুহূর্তে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত হুজুরের দু’টি গ্রন্থের লেখক সম্মানী বাবদ বেশ কিছু টাকার চেক নেছারাবাদে আসে। তখন হুজুর বললেন, “ আমি তো কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য লিখি, এ লেখার বিনিময়ে পার্থিব কোন স্বার্থ গ্রহণ করব না। আমার লেখা সকল বই আল্লাহর জন্য উৎসর্গিত।” (কালজয়ী কায়েদ)

 


হযরত কায়েদ ছাহেব হুজুর প্রনীত কতিপয় বই:

হেদায়াতে কুরআন

তাজভীদুল কুরআন

ছোটদের ক্বিরাত শিক্ষা

ইসলামী জিন্দেগীর বুনিয়াদী চল্লিশ হাদীস

ইসলামী জিন্দেগী

তা’মীরে আখলাক

হাকীকতে ইলমেদ্বীন

ইসলাম ও তাছাওফ

এরশাদুন্নবী স. ও আখলাকুন্নবী স.

আহলে সুন্নত অল-জামায়াতের পরিচয় ও আকায়েদ

মুজাদ্দেদে আলফেছানী রহ. এর পরিচয় ও আকায়েদ

ইস্রাঈলী রাষ্ট্র ও মুসলমান

শতধা বিচ্ছিন্ন মুসলমান: সংকট উত্তরণে কতিপয় সোপারেশ

পাক-ভারত-বাংলাদেশে তরীকতের সর্বোত্তম ছেলছেলা

ইসলাম ও রাজনীতি

আমাদের শক্তির তিনটি উৎস

কিয়ামতের আলামত

তরীকায়ে ছুন্নীয়া

দোজাহানের সম্বল

সুন্নাত ও বেদয়াত


 

মুজাদ্দিদে মিল্লাত হযরত কায়েদ ছাহেব হুজুর রহ. (১৯১৩-২৮,০৪,০৮) কে জানতে, বুঝতে, অনুসরণ করতে তাঁর রচিত গ্রন্থাবলী অধ্যয়ন করার কোন বিকল্প নেই। কায়েদ ছাহেব হুজুর রহ. এর অনুসারী মুহিব্বিনদের জন্য হুজুরের লিখিত কিতাবসমূহ পাঠ কার অবশ্য কর্তব্য। আসুন হুজুরের রেখে যাওয়া আলো থেকে সকলে আলোকিত হই।

কোন মন্তব্য নেই

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.