আমাদের মুন্না ভাই
আমাদের মুন্না ভাই
সহকর্মী মুহাম্মদ ইসমাইল হোসেন ভাইকে ‘মুন্না ভাই’ নামেই ঘনিষ্ঠজনরা জানেন ও চেনেন। মুন্না ভাই ১৯৯৫ সানের ৬ই সেপ্টেম্বর খুলনা জেলার খালিশপুর পিপলস নিউ কলোনীতে জন্মগ্রহণ করেন। তাঁর সম্মানিত পিতা জনাব শাহজাহান মিয়া খুলনাস্থ পিপলস জুটমিলের একজন সরকারী চাকরিজীবী ছিলেন।
মুন্না ভাই পি.জে.এম স্কুল থেকে ২০১১ সনে এসএসসি উত্তীর্ণ হন। অত:পর দৌলতপুর ডে-নাইট কলেজ থেকে ২০১৪ সনে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরও সম্পন্ন করছেন!
লেখা-পড়ায় মনোযোগী মুন্না ভাই একাডেমিক পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। কম্পিউটার, ড্রাইভিং ও মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।
যাপিত-জীবনের টানাপোড়নে একসময় তিনি ঢাকা পাড়ি জমান এবং বিচিত্র কাজ ও পেশায় নিয়োজত হন। কর্মজীবনের শুরু হয় ম্যাটাডোর কোম্পানির কামরাঙ্গীরচরের উৎপাদন শাখায়। অত:পর একটি ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। বিপনন শাখায়ও কাজ করেন বেশ-কিছু দিন। সীমিত সময়ের জন্য ব্যবসাও করেছেন। ২০১৬ সনের নভেম্বরের বৃষ্টিভেজা এক সন্ধ্যায় তিনি উত্তরাস্থ মাইলস্টোন কলেজের সহকারী হোস্টেল সুপার হিসেবে নিয়োগ লাভ করেন। অত্র প্রতিষ্ঠানে তিনি চার বছরাধিক কাল সুনামের সাথে দায়িত্ব পালন করেন। করোনার ছোবলে স্কুল-কলেজ বন্ধ হওয়ায় সবার মতো তাঁকেও বাড়ি ফিরতে হয়, অনির্দিষ্টি কালের ছুটিতে। সে ছুটি আজো শেষ হয়নি।
তবে জীবন তো থেমে থাকেনা। বাস্তবতা সবাইকেই মেনে নিতে হয়। থেমে থাকার যে সুযোগ নেই। তাই আমাদের মুন্না ভাইও নতুনভাবে এগিয়ে যেতে সচেষ্ট হন।
মুন্না ভাই একজন বই প্রেমী মানুষ। কবিতার প্রতিও রয়েছে তাঁর অগাধ ভালোবাসা। লেখক-কবি- সাহিত্যিকদের তিনি ভালোবাসেন, তাঁদের সাথে দেখা সাক্ষাৎও করেন। ঢাকার বিভিন্ন লাইব্রেরী-পাঠাগারে ছিল মুন্না ভাই-র নিয়িমিত যাতায়াত।
পিতৃভূমি ঝালকাঠিতে হওয়ায় ঝালকাঠির গৌরব হযরত কায়েদ ছাহেব হুজুর ও নেছারাবাদ দরবারের প্রতি ছিল তাঁর অগাধ ভালোবাসা। অর্ন্তযামী আল্লাহ তাঁর বান্দার হৃদয়ের অবস্থা জানেন। মুন্না ভাই আল্লাহর ইচ্ছায় হয়ে গেলেন নেছারাবাদ দরবারের কর্মী ও খাদেম। একই সাথে হযরত নেছারাবাদী হুজুরের ঐক্যের মিশনের একজন সেবক।
মুন্না ভাই স্বপ্ন দেখেন সুন্দর জীবন-যাপনের, সুন্দর জীবন গঠনের। আমি তাঁর নেক হায়াত ও সফল জীবন কামনা করছি।
কোন মন্তব্য নেই