বিহারীপুরী হুজুর
মাওলানা মুহাম্মদ সুলাইমান সাহেব ( বিহারীপুরী হুজুর ) ১৯৯৩ সনে বরিশাল জেলার
বাকেরগঞ্জ উপজেলার বিহারীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম মুহাম্মাদ
হরুন সরদার ( মৃত:২০১০ )। বিহারীপুরী হুজুর জেডিসি এবং দাখিল (শ্রেণী) বিহারীপুর হোসাইনিয়া
সিনিয়র আলিম মাদরাসা থেকে সম্পন্ন করেন। অত:পর ঐতিহ্যবাহী ঝালকাঠি এন এস কামিল
মাদরাসায় আলিম ও ফাযিল সম্পন্ন করেন । বর্তমানে অত্র প্রতিষ্ঠানে কামিল অধ্যয়নরত। তিনি
মাদারাসা শিক্ষার পাশাপাশি ‘কম্পিউটার প্রশিক্ষণ’ গ্রহণ করেণ এবং এ পরীক্ষায় এ+ গ্রেড প্রাপ্ত হন।
বিহারীপুরী হুজুরের কর্মজীবনের
শুরু হয় ঐতিহ্যবাহী নেছারাবাদ দরবার শরীফে। তিনি ঝালকাঠির নেছারাবাদ কমপ্লেক্সে
২০১৫ সন থেকে খেদমতে নিয়োজিত আছেন। তিনি নেছারাবাদ
দরবার শরীফের একজন একনিষ্ঠ অনুসারী।
ব্যক্তিগত জীবনে তিনি
বিবাহিত এবং এক সন্তানের জনক।
তাঁর ধৈর্য্য ও
পরিশ্রমী স্বভাব সকলকে মুগ্ধ করে। আমি তাঁর নেক জীবন , সুস্বাস্থ্য ও সফল কর্মময়
জীবন কামনা করি।
কোন মন্তব্য নেই