Header Ads

‘গন্তব্য জান্নাত’


‘গন্তব্য জান্নাত’

সংকলনে: আমীরুল মুছলিহীন হযরত নেছারাবাদী হুজুর দা. বা.

গ্রন্থটি হযরত নেছারাবদী হুজুর প্রদত্ত ‘জীবন-পথের পথিক, পরকালের যাত্রী ওহে! গন্তব্য জান্নাত’ শীর্ষক ভাষণের মুদ্রিত রূপ। কিতাবটিতে পার্থিব জীবন যে আমাদের জীবনের একটি ক্ষুদ্র অংশ তা কোরআন-হাদিসের আলোকে তুলে ধরা হয়েছে । আমাদের জীবন শুরু আত্মার জগত থেকে। অত:পর কবরের জীবন, হাশরের জীবন ও জান্নাত-জাহান্নাম জগতের সমষ্টি আমাদের জীবন। কবর থেকে হাশর পর্যন্ত দীর্ঘ জীবন । দুনিয়ার জীবনের তুলনায় হাশরী জীবন অনেক বড়, পঞ্চাশ হাজার বছর। জান্নাত-জাহান্নাম অনন্তকাল।
পাঠক বটি পাঠ করলে ক্ষণস্থায়ী দুনিয়ার স্বরূপ বুঝতে পারবেন এবং চিরস্থায়ী পরলৌকিক জীবনের রূপটিও অনুধাবন করতে পারবেন। গুরুত্বপূর্ণ আয়াত-হাদীস ও তথ্যের সমাহার গ্রন্থটি আপনি আত্মস্থ করতে পারলে , কিতাবটি হবে জান্নাতে যাবার একটি গাড বা অমূল্য নির্দেশিকা ।

কোন মন্তব্য নেই

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.