‘মুক্তির পথ’
‘মুক্তির পথ’
( ইসলামী জীবনযাপনের পথ এবং শের্ক বেদয়াত গোমরাহী থেকে মুক্তির উপায় )
সংকলন: আমীরুল মুছলিহীন হযরত নেছারাবাদী হুজুর দা. বা.
কিতাবটি হযরত নেছারাবাদী হুজুরের একটি ভাষণের মুদ্রিত রূপ।
গ্রন্থটিতে এমন কিছু সূত্রের আলোচনা করা হয়েছে, যে সূত্রের আলোকে আমরা সহজেই সীরাতুল মুস্তাকীমের অনুসারী
কামেল মুসলমান হতে পারব। সহজ সরল ভাষায় ইসলামের
স্বরূপ তুলে ধরা হয়েছে-ইসলাম
সীরাতে মুস্তাকীম বা মধ্যপন্থা। ইফরাত
(চরম আদর্শবাদ) এবং তাফরীত (শিথিল আদর্শবাদ) এর পরিণামও বর্ণনা করা হয়েছে অত্র কিতাবে।
আহলে সুন্নাত ওয়াল জামায়াত /হক ফের্কা/ নাজী ফের্কার পরিচয় বর্ণনা করা হয়েছে। নেসবতে
আহলুল্লাহ ব্যতীত সীরাতে মুস্তাকীমের পথে যে চলা যায় না তাও প্রমানিত হয়েছে। বইটি আত্মস্থ করতে পারলে ইসলামী জীবনযাপনের পথ নির্ণয় করা যাবে এবং শের্ক
বেদয়াত গোমরাহী থেকে মুক্তির উপায় অবলম্বনে সক্ষম হওয়া যাবে। কিতাবটি সকলের সংগ্রহে
থাকা উচিত এবং বার বার পাঠ করা উচিত।
কোন মন্তব্য নেই