‘ভয়াবহ জাহান্নাম’
‘ভয়াবহ জাহান্নাম’
সংকলন: আমীরুল মুছলিহীন হযরত নেছারাবাদী হুজুর
হযরত নেছারাবাদী হুজুর সংকলিত গ্রন্থটির পূর্ণ নাম ‘আপন (আল্লাহ)
ভোলা ,পথিক হারা পথ ভ্রান্ত, উদভ্রান্ত, চলছো কোথায় সামনে ভয়াবহ জাহান্নাম’। মুসলমান
এবং কাফিরদের শারীরিক দিক দেখতে এক রকম হলেও ঈমানগত কারনে উভয় সম্প্রদায়ের জীবন-যাপনে
রয়েছে আকাশ-পাতাল ব্যবধান। কাফিরদের জীবন শুধুই দুনিয়া কেন্দ্রীক, পক্ষান্তরে
মুসলমানের জীবন পরকাল কেন্দ্রীক/ আল্লাহ কেন্দ্রীক। ইসলামী জীবন ও কাফেরী জিন্দেগীর স্পষ্ট পরিচয়
ফুঠে ওঠেছে অত্র গ্রন্থে। পার্থিব জীবন যে পরলৌকিক জীবনের তুলনায় দেড়/দুই সেকেন্ডের সমান তাও প্রমানিত
হয়েছে এ পুস্তকে।
কোরআন-হাদিসের আলোকে রচিত অত্র কিতাবে জাহান্নামে যাওয়ার
কারন ও জাহান্নাম থেকে রক্ষা পাওয়া এবং জান্নাতবাসী হওয়ার উপায়ও বর্ণিত হয়েছে। ক্ষণস্থায়ী
দুনিয়ার ধোঁকায় যাতে আমরা না পরি তারা পূর্ণ গাইডলাইন
রয়েছে এ কিতাবে। আমি মনে করি কিতাবটি পাঠ করে আমল করতে পারলে কারো জাহান্নামবাসী হতে
হবে না , বরং আমলকারী পাঠক জান্নাতবাসী হতে পারবে। আল্লাহ আমাদের সকলকে কিতাবটি থেকে
উপকৃত হওয়ার সুযোগ দিন।
কোন মন্তব্য নেই