ছোটদের ক্বিরাত শিক্ষা
ছোটদের ক্বিরাত শিক্ষা
(তা’লীমে তাজভীদ)
লেখক: হযরত কায়েদ ছাহেব হুজুর রহ:
কায়েদ ছাহেব হুজুর রহ: যুগের প্রয়োজনে যে সব কিতাব রচনা করেছেন
তার একটি হল “ছোটদের ক্বিরাত শিক্ষা”। হুজুর লিখেছেন ‘ ইলমে তাজভীদ: যে ইলম শিক্ষা করলে কুরআন শরীফ সহীহরূপে পাঠ করার
নিয়ম -কানুন অবগত হওয়া যায় তাকে ইলমে
তাজভীদ বলে। আবশ্যক পরিমান ইলমে
তাজভীদ শিক্ষা করা প্রত্যেক মুসলিম নর-নারীর প্রতি আবশ্য-কর্তব্য বা ফরয।”
অত্যন্ত দু:খের বিষয় আমাদের মধ্যে সহীহ-শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের
যোগ্যতা অনেকেরই
নেই। নামাজ আদায়ের জন্য আমাদের দৈনিক কোরআন তেলাওয়াত
করতে হয়। শুদ্ধ কোরআন তেলাওয়াত ব্যতীত নামাযের পূর্ণ কবুলিয়্যাত আশা করা যায় না। এমনো
কোরআনের তেলাওয়াতকারী আছেন ,যাদের তেলাওয়াত এতটাই অশুদ্ধ, যে সওয়াবের আশা তো
দূরের কথা বরং কোরআনের অর্থ বিকৃত হয়ে গুনাহ হওয়ার আশংকা রয়েছে।
যেহেতু আমাদের অধিকাংশেরই তেলাওয়াত পরিপূর্ণ বিশুদ্ধ
নয়, সুতরাং তেলাওয়াতকে বিশুদ্ধ করার জন্য গ্রন্থটি হতে পারে একটি নির্ভরযোগ্য মাধ্যম।
কিতাবটিতে ইলমে
তাজভীদ এর পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ের সাথে সম্পর্কিত কতিপয় জরুরি মাছায়েল রয়েছে। এটি
আমাদের সহীহভাবে কোরআন তেলাওয়াতের অন্যতম হাতিয়ার হতে পারে। আল্লাহ আমাদের কোরআনের
একনিষ্ঠ পাঠক ও অনুসারী হিসেবে কবুল করুন।
কিতাবটি ছোটদের জন্য লেখা হলেও বড়দের জন্যও উপযোগী, কেননা
আমরা বয়সে বড় হলেও তজভীদ সম্পর্কে আমাদের পর্যাপ্ত ধারণা নেই।
কোন মন্তব্য নেই