Header Ads

ঐক্যের প্রয়োজনীয়তা ও উহার পথ

ঐক্যের প্রয়োজনীয়তা ও উহার পথ

 

গ্রন্থটি হযরত কায়েদ ছাহেব হুজুর রহ: এর ভাষণ ও কতিপয় বানী এবং শেষাংশে হযরত নেছারাবাদী হুজুরের লিখিত ‘আহবান’ এর সমষ্টি।
মুজাদ্দিদে যামান হযরত কায়েদ ছাহেব হুজুর রহ: আজীবন ঐক্যের জন্য চেষ্টা করেছেন। তাঁর যুগান্তকারী দর্শণ ‘আল-ইত্তেহাদ মায়াল ইখতেলাফ তথা মতানৈক্যসহ ঐক্য‘ এর বর্ণনা রয়েছে অত্র গ্রন্থে। হুজুর রহ. বলেছেন, ‘‘ঐক্যের একমাত্র সহজ পথ হচ্ছে ‘আল-ইত্তেহাদ মায়াল ইখতেলাফ তথা মতানৈক্যসহ ঐক্য’ । এক কথায় - খুঁটিনাটি বিষয়ে মত-পার্থক্যসহ সার্বজনীন ইস্যুগুলোতে ঐক্যবদ্ধ হওয়া ঐক্যের একমাত্র সহজ পথ।’’
তিনি আরো বলেন,
‘ব্যক্তির স্বাধীনতা যেমন প্রয়োজন ব্যক্তি জীবনে , তার অধিকার ও মতের স্বাধীনতাও তেমনি প্রয়োজন সামাজিক জীবনে । আবার জাতীয় স্বাধীনতা ও জাতীয় পৃথক সত্তাকে টিকিয়ে রাখার জন্য জাতীয় ঐক্যের যেমন প্রয়োজন, তেমনি জাতিতে জাতিতে ঐক্যৈর প্রয়োজন আর্ন্তজাতিক শান্তির জন্য।’
‘ দেশের বিভিন্ন দ্বীনি সংগঠন ও ব্যক্তিবর্গের কাজের মধ্যে সমন্বয় সাধন অপরিহার্য। প্রয়োজন প্রত্যেকের খেদমতের স্বীকৃতি ও মূল্যায়ন । পারস্পরিক যোগাযোগ, সম্মান ও স্বীকৃতির মধ্য দিয়েই ক্রমান্বয়ে একটি মিলিত ধারা সৃষ্টি হতে পারে।’
 ‘দ্বীন রক্ষার স্বার্থে আজ যেমনি ঐক্যের প্রয়োজন মুসলমানদের, তেমনি দেশ ও জাতির স্বার্থে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন সকল দেশপ্রেমিক ভাইদের।’
আজ মুসলমানরা কেন নির্যাতিত হচ্ছে? উত্তর- অনৈক্য, বিচ্ছন্নতা। ঐক্যবদ্ধ হওয়ার বাস্তব সম্মত দর্শণ রয়েছে অত্র গ্রন্থে। গ্রন্থটি যত বেশি প্রচার হবে ততই আমাদের ঐক্যবদ্ধ হওয়া সহজ হবে।

কোন মন্তব্য নেই

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.