সুন্নাত ও বেদয়াত
সুন্নাত ও বেদয়াত
লেখক: হযরত কায়েদ ছাহেব হুজুর রহ:
কায়েদ ছাহেব হুজুর রহ:
সুন্নাত ও বেদয়াতের সংজ্ঞায় লিখেছেন,‘ সুন্নাত রসূলে করীম সল্লাল্লাহু আলাইহি অসল্লাম-এর
অনুসৃত পন্থার নাম। যাহা রসূলে করীম সল্লাল্লাহু আলাইহি অসল্লাম-এর তরীকা ও অনুসৃত
পথের সহায়ক তাহাও সুন্নতের শামিল। পক্ষান্তরে যাহা হুজুরের অনুসৃত নীতি ও তরীকার খেলাফ
এবং যেই সকল কাজ দ্বারা সুন্নতের বিলুপ্তি ঘটে বা বিকৃতি সাধিত হয় তাহাই বেদয়াত।
কিতাবটিতে যে সকল বিষয়
আলোচনা করা হয়েছে:-
# দুনিয়ার মানুষদিগকে প্রধানত
দুই ভাগে ভাগ করা যায়
# সুন্নাত ও বেদয়াতের সংজ্ঞা
# বেদয়াতী কাহারা
# আকীদা ও আমল হিসাবে মুসলমানদের
শ্রেণীবিভাগ
# হক ফের্কা ও বাতিল ফের্কার
পরিচয়
# কুরআন-হাদীস মানা সত্ত্বে
বাতিল ও বেদয়াতী হওয়ার কারণ কী?
# বেদয়াতী-বাতিলপন্থীদের
কতিপয় আকীদা
# বেদয়াতের প্রকারভেদ।
ইত্যাদি
কিতাবটি অধ্যয়ন করলে রসূলে
করীম সল্লাল্লাহু আলাইহি অসল্লাম-এর সুন্নতের ওপর আমল করা সহজ হবে এবং বেদয়াতের কবল
থেকে নিজেকে রক্ষা করাও সহজ হবে।
কোন মন্তব্য নেই