Header Ads

মাওলানা ইমামুদ্দীন নোয়াখালভী (রহ.) - এর জীবনী:


মাওলানা ইমামুদ্দীন নোয়াখালভী (রহ.) - এর জীবনী:
মাওলানা বশীরুল্লাহ আতহারী ছাহেব কর্তৃক বর্ণিত এবং
হযরত কায়েদ ছাহেব হুজুর রহ: কর্তৃক সংগৃহীত



মাওলানা গাজী ইমামুদ্দীন রহ. নোয়াখালী জেলার সদর থানায় জন্মগ্রহণ করেছিলেন। জাহেরী ইলম শিক্ষা লাভ করেন কলিকাতা আলিয়া মাদরাসায়। ইলমে তরীকত অর্জণ করেন মুজাদ্দিদে জামান হযরত সাইয়েদ আহমাদ বেরলভী রহ. এর কাছে। তিনি সাইয়েদ আহমাদ বেরলভী রহ. এর নেক সান্নিধ্যে ৩৩ বছর অতিবাহিত করেন। বালকোটের যুদ্ধে সাইয়েদ আহমাদ বেরলভী ও মাওলানা ঈসমাঈল শহীদ প্রমুখ শাহাদাত বরণ করেন, সেই জেহাদে ইমামুদ্দীন রহ. ভীষণভাবে আহত হন এবং গাজীর মর্যাদা লাভ করেন। বালাকোটের যুদ্ধের পর তিনি জন্ম স্থান নোয়াখালীতে ফিরে আসেন।
# হযরত মাওলানা ইমামুদ্দীন নোয়াখালভী (রহ.) ও হযরত মাওলানা কারামত আলী জৌনপুরী রহ. ছিলেন পীর ভাই।
# হযরত মাওলানা কারামত আলী জৌনপুরী রহ . বাংলাদেশে আগমনের কারণ বর্ণনা প্রসঙ্গে হযরত নোয়াখালভী (রহ.) এর নিকট বলেন , ‍উপর্যুপরি তিন রাত্রিতে পীর -মোর্শেদ হযরত ছাইয়েদ আহমাদে বেরলভী শহীদ (রহ) আমাকে স্বপ্নযোগে নির্দেশ দিয়াছেন যে, আমি যেন আপনার খেদমতে হাজি হইয়া তরীকতের বাকী ছবক সমূহের তালীম হাছিল করি এবং ছিরাতুল মুস্তাকীম কিতাবখানি ছবকান-ছবকান অধ্যয়ন করি।
# হযরত মাওলানা ইমামুদ্দীন নোয়াখালভী (রহ.) হজ্জের সফরে ইন্তেকাল করেন , তাই তাকে কাফন পড়াইয়া সাগরে ছাড়িয়া দেওয়া হয়।
গাজী ইমামুদ্দীন রহ. ছিলেন একজন কালজয়ী সমাজ সংস্কারক , তাঁর কারনে অনেক বাতিলপন্থীরা সংশোধিত হয়েছে এবং হেদায়েত প্রাপ্ত হয়েছে। বর্তমান সংকটময় মূহুর্তে মুসলিম উম্মাহর মধ্যে গাজী ইমামুদ্দীন রহ. আদর্শ-চিন্তা-চেতনার চর্চা অত্যন্ত জরুরি। গ্রন্থটিতে তাঁর জীবন -আদর্শ ও বেশ-কয়েকটি কারামত বর্ণিত হয়েছে।
হযরত কায়েদ ছাহেব হুজুর রহ: কর্তৃক সংগৃহীত মাওলানা ইমামুদ্দীন নোয়াখালভী (রহ.) - এর জীবনী অধ্যয়ন করলে এবং তাঁর পরিপূর্ণ ইসলামী জীবন অনুসরণ করলে, তা আমাদের জন্য যেভাবে কল্যানকর , তদ্রুপ তা হতে পারে জাতির জন্যও বিশেষ মঙ্গলজনক। আল্লাহ কিতাবটি থেকে সকলকে উপকৃত হওয়ার সুযোগ দিন। বইটি প্রকাশ পেয়েছে,নেছারাবাদ হিযবুল্লাহ দারুত্তাছনীছ, ঝালকাঠি থেকে।



1 টি মন্তব্য:

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.