Header Ads

‘মাসিক কায়েদ’ ১ম বর্ষ ৭ ম সংখ্যা প্রকাশিত


মাসিক কায়েদ ১ম বর্ষ ৭ ম সংখ্যা প্রকাশিত:

মাসিক কায়েদ জুলাই- ২০১৯ ইং সংখ্যা প্রকাশিত হয়েছে। বর্তমান সংখ্যায় প্রকাশিত কতিপয় গুরুত্বপূর্ণ প্রবন্ধ-* যেকের ও ফেকের * কামেল মুমিনের লক্ষণ- অধ্যক্ষ মাও: আবু জাফর মো: ছালহ (চাঁদপুরী) * ঈমান-আকীদা, শের্ক-কুফরী , নেফাক ও ঈমানের রোকন- হযরত কায়েদ ছাহেব হুজুর রহ: * ইসলামকে দলগত ও ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের হাতিয়ার বানানো যাবে না- হযরত নেছারাবাদী হুজুর  * হুদায়বিয়া দিবস ঃ ইতিাহসের ফিরে আসা - প্রফেসর ড. এ কে আজাদ * মতবিরোধের সাথে আলেমদের ঐক্য চাই- ড. মুহাম্মদ আমিনুল হক * আসছে হ্জ্জ ঃ প্রস্তুতি চাই এখনই- ড. মুফতী কাফীলুদ্দীন সরকার ছালেহী * কৃষকের ধানে আগুন -ঃ আমদের রাষ্ট্রীয় ব্যর্থতা- মুস্তাফীজ শিহাব * হযরত শাহ সূফী নূর মুহাম্মদ নিযামপুরী রহ: -ড. মুহাম্মদ আবু বকর সিদ্দীক * ইসলামে নারীর মর্যাদা * পিতা-মাতার আনুগত্যঃ বিস্য়কর সাফল্য * কাবা ঘর : জানা অজানা- ইত্যাদি। এছাড়া নানা ধরণের তথ্য-উপাত্তে সমৃদ্ধ মাসিক কায়েদ সব বয়সের পাঠকদের জন্য একটি ভিন্নধর্মী পত্রিকা ।
পত্রিকা পেতে যোগাযোগ করুন- ০১৭৫৫-৮০৮৮৩২ , ০১৭৫০ - ৫০৯৩ ৯০ ।

কোন মন্তব্য নেই

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.