আযকারে খামছা ও নামায
আযকারে খামছা ও নামায
লেখক: হযরত নেছরাবাদী হুজুর দা. বা.
কিতাবটি ইতোপূর্বে
প্রকাশিত ‘আযকারে
খামছা’-র এর সাথে ‘নামায’
অংশ যুক্ত করে নতুন আঙ্গিকে প্রকাশ করা হয়েছে। এটি গ্রন্থটির ২৪ তম মুদ্রণ, ১ম
মুদ্রণ প্রকাশিত হয়েছিল ১৯৮০ ইং সনে। কিতাবটিতে ইসলামী জিন্দেগীর বুনিয়াদী উসূল
তথা লিল্লাহিয়াত, ইত্তেবায়ে সুন্নাহ, এক্বামতে দ্বীন, তাবলীগে দ্বীন, আমরু বিল মা’রূফ নাহি আনিল মুনকার, জিহাদ ফি ছাবীলিল্লাহ
, এ’তেছাম
বিহাবলিল্লাহ, এতায়াতে উলিল আমর , এলেম ও ছোহবত এবং যিকির ও ফিকির নিয়ে সংক্ষিপ্ত আলোচনা
করা হয়েছে। এছাড়া পঞ্চ-পথ প্রদর্শক নীতি যথা দ্বীন ইসলাম দ্বীনে কামেল, দ্বীন ইসলাম
দ্বীনে কামেল, আহলে সুন্নাত অল-জামায়াতের পরিধি ব্যাপক, কাম্য আখেরাত দুনিয়া সহায়ক
ও দলীয় রাজনীতির ঊর্ধ্বে থাকার বিষয়বস্তু নিয়ে আলোকপাত করা হয়েছে। আলোচনা করা
হয়েছে আত্মশুদ্ধি, সমাজ সংস্কার ও রাষ্ট্র সংস্কার নিয়ে।
চিত্র সহ নামাযের প্রাসঙ্গিক মাসয়ালা ও পাঁচ প্রকার যিকির ও অর্ন্তভূক্ত
রয়েছে এ গ্রন্থে। বইটি ইসলামী জিন্দেগী যাপনের একটি গাইডলাইন হিসেবে গণ্য হতে পারে
। বইটি নিজে পড়ে ও অন্যকে পড়তে উৎসাহিত করে ইসলামী সমাজ গঠনে শরীক হোন। বইটি পেতে
যোগাযোগ করুন, হিযবুল্লাহ লাইব্রেরী, নেছারাবাদ, ঝালকাঠি, মোবা:
০১৭৭১-৪০১৮২০,০১৭৫৫-৮০৮৮৩২।
কোন মন্তব্য নেই