জনাব মাওলানা মুহাম্মদ মাইনুল ইসলাম
জনাব মাওলানা মুহাম্মদ মাইনুল ইসলাম
নবীন আলেম মাইনুল ইসলাম ভাই ১৯৯২ সনের ১লা জানুয়ারি ঝালকাঠি জেলার সদর উপজেলাধীন গগন গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর মুহতারাম পিতা জনাব মুহাম্মদ মানিক খলিফা একজন ব্যবসায়ী এবং তাঁর মুহতারিমা আম্মা একজন আদর্শ গৃহিনী।
তিনি প্রাথমিক শিক্ষা লাভ করেন ঝালকাঠির ঐতিহ্যবাহী গগন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। অত:পর ইসলামী শিক্ষা লাভের জন্য ভর্তি হন দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান ঝালকাঠি এন এস কামিল মাদরাসায়। অত্র মাদরাসা থেকে তিনি ২০১২ সনে দাখিল উত্তীর্ণ হন।
আলিম অধ্যয়ন করেন উত্তমনগর সিনিয়র আলিম মাদরাসায়। ফাযিল (স্নাতক) ও কামিল (এমএ) অধ্যয়ন করে পুনরায় সেরা শিক্ষা প্রতিষ্ঠান ঝালকাঠি এন এস কামিল মাদরাসায়।
ছাত্র জীবনে তিনি হযরত কায়েদ ছাহেব হুজুরের (রহ) নেক সোহবত লাভে ধণ্য হয়েছেন এবং তাঁর শিষ্যত্বও গ্রহণ করেছিলেন।
২০১৪ সন থেকে তিনি ঝালকাঠি নেছারাবাদ কমপ্লেক্স ট্রাস্টে কর্মরত আছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত।
নিবেদিত প্রাণ কর্মী মাইনুল ভাই অত্যন্ত ধৈর্যশীল ও আন্তরিক।
আমীরুল মুছলিহীন হযরত নেছারাবাদী হুজুরের কাছে বায়আত হয়ে তাঁর দিক-নির্দেশনা মোতাবেক জীবন-যাপনে তিনি সচেষ্ট।
কোন মন্তব্য নেই