Header Ads

এক নজরে সীরাতুন্নবী স.

 

এক নজরে সীরাতুন্নবী স. (আওজাযুস সিয়ার)

লেখক: মুফতী আমীমুল ইহসান মুজাদ্দেদী বরকতী রহ.

-মাওলানা শরীফ মুহাম্মদ আব্দুল কাদির রহ. অনূদিত

 

কিতাবটি সম্পর্কে অনুবাদক লিখেছেন, “হযরত রসূলে করীম সল্লাল্লাহু আলাইহি অসাল্লাম- এর জীবনী অনেক বের হয়েছে কিন্তু মরহুম মুফতী সাহেব ‘আওজাযুস সিয়ার’ নামে আরবী ভাষায় যে কিতাবটুকু লিখে গেছেন তাতে একটি বিশেষ বৈশিষ্ট্য বিদ্যমান ।  হুজুর সল্লাল্লাহু আলাইহি অসাল্লাম-এর জীবনের ঘটনাবলী সালওয়ারী এরূপ সংক্ষেপে লেখা কিতাব খুব কমই দৃষ্ট হয়। -----অনুবাদকালে মুফতী সাহেব রহ. জীবিত ছিলেন। আমি কোন কোন বিষয়কে আরও একটু পরিস্কার করার জন্য অন্যান্য কিতাবেরও কিছু কিছু সাহয্য নিয়েছি । পরে আমি তাঁকে শুনিয়েছি।”

 

গ্রন্থটি চমৎকার ও সুখপাঠ্য। বাংলাভাষী সকল মুসলমানের কাছে এ গ্রন্থটি থাকা চাই। রাসূল সা. এর অনুসরণ ও তাঁর প্রতি যথার্থ মুহব্বত থাকা আমাদের নাজাত ও মুক্তির জন্য শর্ত। সুতরাং রাসূল সা. এর জীবন-চরিত দৈনিক-ই পাঠ করা উচিত। এরকম একটি কিতাব শিয়রে থাকা চাই, যাতে সর্বদা রাসূলের পবিত্র জীবন থেকে উপদেশ গ্রহণ করা যায়।

গ্রন্থটি ঝালকাঠির নেছারাবাদ হিযবুল্লাহ দারুত্তাছনীফ থেকে প্রকাশিত হয়েছে। ১ম প্রকাশ: ডিসেম্বর-১৯৮৯, ৩য় মুদ্রণ: জানুয়ারি -২০১৯।

কোন মন্তব্য নেই

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.