Header Ads

“মাওলানা আযীযুর রহমান নেছারাবাদী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল”

 

“মাওলানা আযীযুর রহমান নেছারাবাদী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল”

ডিগ্রিধারী (রেজিস্টারভূক্ত) হোমিওপ্যাথিক ডাক্তার হওয়ার সুবর্ণ সুযোগ! হযরত কায়েদ ছাহেব হুজুর রহ. এর নামে প্রতিষ্ঠিত, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত “মাওলানা আযীযুর রহমান নেছারাবাদী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল” পিংড়ী, রাজাপুর, ঝালকাঠি। কলেজ কোড-০৬২

 


ভর্তি চলছে!

ডিএইচএমএস কোর্স (ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি)

এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ যে কোন বয়সের শিক্ষার্থী ভর্তি হতে পারবে !

অভিজ্ঞ ডাক্তার  ও শিক্ষকমন্ডলী দ্বারা পাঠদান !

প্রতিষ্ঠানের নিজস্ব ভবনে ও মনোরম পরিবেশে পাঠদান!

চিকিৎসা সেবায় পারদর্শী হওয়ার নিশ্চয়তা !

 

জ্ঞাতব্য: বর্তমান সরকার ডিগ্রিধারী হোমিওপ্যাথিক ডাক্তারদের মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ দিচ্ছেন!

ডিএইচএমএস পাস করার পর যে কোন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে প্রভাষক হিসেবে চাকুরীর সুযোগ!

 



বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে বেকারত্ব রোধ এবং অর্তমানবতার প্রকৃত সেবার লক্ষে ঝালকাঠি জেলাধীন রাজাপুর উপজেলায় ইনসানে কামেল হযরত মাওলানা আযীযুর রহমান নেছারাবাদী কায়েদ ছাহেব হুজুর রহ. –এর নামে একটি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠিত হয়েছে। যার প্রধান পৃষ্ঠপোষকতায় আছেন হযরত কায়েদ ছাহেব হুজুর রহ. এর ছাহেবজাদা আমীরুল মুছলিহীন মাওলানা মুহম্মদ খলীলুর রহমান নেছারাবাদী হুজুর। আমরা গর্বিত, আনন্দিত। কোমলমতী ছাত্র-ছাত্রীবৃন্দ সেবা ও কর্মমুখী শিক্ষা গ্রহণ করে ডিগ্রিপ্রাপ্ত হওয়া মাত্রই বিভিন্ন পেশায় চাকুরী পাওয়াসহ অর্থ উপার্জনের বহুমুখী সুযোগ পাবেন। অপরদিকে সকল পেশাজীবী ভাইয়েরা স্ব স্ব পেশার দায়িত্ব পালন করার চিকিৎসক হয়ে অবসর সময়কে পারিবারিক ও সামাজিকভাবে চিকিৎসা সেবামূলক মহৎকাজে উৎসর্গ করতে পারবেন । তাই ডিএইচএমএস কোর্স সমাপ্ত করে রেজিস্টারভূক্ত ডিগ্রিধারী ডাক্তার হয়ে আত্ম-কর্মসংস্থানের সুযোগ গ্রহণ করুন এবং স্বাস্থ্য সেবায় নিজেকে নিয়োজিত করুন। যোগাযোগ: ০১৭৫৮-৬৭৭০১৯/০১৭৩৩-৯৯১৩৮০।

মাহবুবুর রহমান: ডিএইচএমএস অধ্যয়নরত

কোন মন্তব্য নেই

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.